পর্বত শিখর সাজল তেরঙ্গায়

পর্বত শিখর সাজল তেরঙ্গায়

সুইজারল্যান্ডের পর্বত চূড়ায় দেকগ গেল ভারতের পতাকা।
না, করোনার সংকটকালে কোনও অতি উৎসাহীর শিখর আরোহণ নয়।
সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বত গতকাল রাতে সেজে উঠেছিল ভারতীয় তেরঙ্গায়। পুরোটাই আলোর জাদুতে। প্রজেকশনের মাধ্যমে।সে দেশের বিখ্যাত আলো শিল্পী গ্যারি হফস্যাটারের কৃতিত্ব।

অতিমারীর বিপদকালে আশা, মানবতা, বিশ্বাসের বার্তা দিতে প্রত্যেকদিনই বিভিন্ন দেশের পতাকায় ম্যাটারহর্নকে সাজিয়ে চলেছেন এই শিল্পী।
রোজ সূর্য ডোবার পর থেকে রাত ১১ টা পর্যন্ত এভাবেই সারা বিশ্বকে এক সূত্রে বাঁধার চেষ্টা চলে। এই সংকটে কেউই একা নয়, তাই প্রতিরোধ হবে যৌথভাবে।
বিগত কয়েকদিনে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, জাপান, স্পেন, পর্তুগালকে এভাবেই পতাকায় দেখা গিয়েছে। সুইজারল্যান্ড বলছে, ' আলো মানে বিশ্বাস। আর সেই বিশ্বাসটা জাগিয়ে রাখতেই হবে। যতক্ষণ না ঘুরে দাঁড়াচ্ছে সভ্যতা।'

এটা শেয়ার করতে পারো

...

Loading...