Swim Achievement: এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে ষষ্ঠ সিন্ধু জয় করলেন কালনার মেয়ে সায়নী দাস

ষষ্ঠ সিন্ধু জয় করলেন কালনার মেয়ে সায়নী দাস। তিনিই এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা সাঁতারু যিনি ষষ্ঠ সিন্ধু জয় করেছেন। এই ঐতিহাসিক জয়ের পর মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন তিনি। তার এই জয়ে আনন্দের হাওয়া বইছে এলাকায়।

চলতি মাসের ১৮ এপ্রিল এই জয়ের মুকুট মাথায় উঠেছে তাঁর। শুক্রবার, স্পেনের জিব্রাল্টার প্রণালী জয়ের প্রস্তুতি নেন সায়নী। জলে নামার পর মাত্র ৩ ঘন্টা ৫১ মিনিটে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ফেলেন তিনি। এরপরেই ইতিহাস রচনা হয়। ষষ্ঠ সিন্ধু পার করার শিরোপা ওঠে তাঁর মাথায়। এই বিষয়ে সায়নী জানান, জিব্রাল্টার চ্যানেলটির দূরত্ব কম হলেও প্রতিকূলতা অনেক বেশি। এই যাত্রায় হাঙ্গরের আক্রমণ থেকে শুরু করে সমুদ্রে অতিরিক্ত স্রোতের সমস্যাও থাকে। একাধিক প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেই এই চ্যানেল জয়লাভ করতে হয়েছে।

তবে এটিই তার একমাত্র জয় নয়। এর আগেও কালনার এই মেয়ে জয় করেছেন ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল, মলোকাই চ্যানেল, কুক প্রণালী, নর্থ চ্যানেল। এইবার সেই তালিকায় যুক্ত হল জিব্রাল্টার প্রণালী। তবে এখানেই থেমে থাকবে না সায়নী। তার পরবর্তী লক্ষ্য, জাপানের সুগারু চ্যানেল জয়। তাহলেই সপ্তসিন্ধু জয় করার খেতাব অর্জন করবেন সায়নী।

কিন্তু আপাতত বিশ্রাম। তবে খুব তাড়াতাড়ি আবার প্রস্তুতিতে ফিরবেন সায়নী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...