Sweta-Rubel Wedding: ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শুটিং সেটে আইবুড়োভাত খাওয়ানো হল নায়িকাকে, কেমন ছিল আয়োজন?

জনপ্রিয় দুই অভিনেতা শ্বেতা-রুবেল –এর বিয়ে নিয়ে উত্তাল টলিপাড়া। আগামী ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়ছেন এই সেলেব জুটি। শ্বেতা বর্তমানে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের নায়িকা। সেই শুটিং সেটেই তাঁকে ঘটা করে আইবুড়োভাত খাওয়ানো হল। এই ঘটনায় আপ্লুত শ্বেতা।

শুটিং সেটে সকল কলাকুশলীদের সঙ্গে যোগ দিয়েছিলেন ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণুও। রজনীগন্ধার মালা, শোলার মুকুট, ধান-দূর্বা, চন্দন, প্রদীপ থেকে কিছুই বাদ পড়েনি আয়োজন থেকে। নায়িকা তাঁর ধারাবাহিকের চরিত্রের সাজেই বসে পড়েছিলেন আইবুড়োভাত খেতে। মেনুতে ছিল পোলাও, সাদা ভাত, ডাল, আলুভাজা, চিংড়ি মাছের মালাইকারি, পাঁঠার মাংস, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড়, মিষ্টি।

কিছুদিন পরেই চার হাত এক হবে শ্বেতা-রুবেলের। ইতিমধ্যে আশির্বাদ পর্বও সেরেছেন সকলের প্রিয় এই জুটি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সেট থেকেই প্রেম শুরু তাদের। প্রথম দিকে আড়ালেই রেখেছিলেন সম্পর্কের কথা। কিন্তু তারপর নিজেদের সম্পর্কের কথা জোর গলায় স্বীকার নিয়েছেন তাঁরা। এবার নতুন ভাবে এগিয়ে চলার পালা। জানুযায়ী মাসে নিজেদের পছন্দের এই জুটিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখে উচ্ছসিত তাদের অনুরাগীরাও।

এটা শেয়ার করতে পারো

...

Loading...