সাত পাকে বাঁধা পড়লেন টলিপাড়ার জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। ১৯ জানুয়ারি নাগেরবাজার অঞ্চলের রাজা প্যালেসে বসেছিল তাদের বিয়ের আসর। তবে বিয়ের আসরে এক আলাদা মাত্রা যোগ করেছে বর বেশে রুবেলের নাচ।
শ্বেতা-রুবেলের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চায় মুখর টলিপাড়া। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘যমুনা ঢাকি’ –র সেট থেকেই দুজনের প্রেম শুরু। এরপর তাদের সিরিয়ালের পথ আলাদা হয়ে গেলেও প্রেম চালিয়ে গেছেন তাঁরা। অবশেষে বিয়ের বাঁধনে জড়ালেন দুজনে।
বিয়ের দিন রুবেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিও-তে রুবেলকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনপ্রিয় গান ‘চোখ তুলে দেখো না কে এসেছে’ গানে নাচতে দেখা গেছে। বরবেশে রুবেলের পরনে ছিল সোনালি সুতোর কাজ করা ডিজ়াইনার সাদা ধুতি, অঙ্গরাখা পাঞ্জাবি, টোপর। গলায় গোলাপি-সাদা গোলাপের মোটা মালা। শ্বেতাকেও নাচতে দেখা গেছে বিয়ের সাজে। তাঁর পরনে ছিল লাল বেনারসি ও সোনার গয়না।
মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এই জনপ্রিয় জুটির চার হাত এক করেছেন। ছোট পর্দার প্রায় সবাই এবং বড় পর্দার অনেকেই শ্বেতা-রুবেলের বিয়েতে উপস্থিত ছিলেন। ভূরিভোজের তালিকায় ছিল, রকমারি স্টার্টার,স্যালাড। এ ছাড়াও কুলচা, চানা, ফিশফ্রাই, পোলাও, সাদা ভাত, পাঁঠার মাংস, মুরগির মাংস, কালাকাঁদ, নতুন গুড়ের রসগোল্লা-সহ চার রকমের মিষ্টি।