Sweta-Rubel: বিয়ের গুঞ্জনে শিলমোহর দিলেন টলি পাড়ার তারকা জুটি শ্বেতা ভর্টাচার্য ও রুবেল দাস

বিয়ের গুঞ্জনে শিলমোহর দিলেন টলি পাড়ার তারকা জুটি শ্বেতা ভর্টাচার্য ও রুবেল দাস। ১৫ ডিসেম্বর দুই পরিবারের উপস্থিতিতে আশির্বাদ পর্ব সারলেন তাঁরা। এই খবরে আনন্দে ভাসছে তাদের ভক্তরা।

 

হাইলাইটসঃ
১। টলি পাড়ার তারকা জুটি শ্বেতা ভর্টাচার্য ও রুবেল দাস
২। ১৫ ডিসেম্বর দুই পরিবারের উপস্থিতিতে আশির্বাদ পর্ব সারলেন তাঁরা
৩। এ দিন অনুষ্ঠানে শ্বেতা-রুবেল সেজে উঠেছিলেন নীল রঙা পোশাকে

 

আগামী বছর জানুয়ারিতে বিয়ে করবেন - একথা আগেই জানিয়েছিলেন এই তারকা জুটি। কিন্তু এরই মাঝে এক নিকট আত্মীয়ের মৃত্যুর ফলে পিছিয়ে যেতে পারে তাদের বিয়ের তারিখ, এমন গুঞ্জন উঠেছিল টলিপাড়ায়। কিন্তু এবার তাদের প্রাক বিবাহের আশির্বাদ অনুষ্ঠানে সেই গুঞ্জন থেমে গেছে। এ দিন অনুষ্ঠানে শ্বেতা-রুবেল সেজে উঠেছিলেন নীল রঙা পোশাকে। শ্বেতার পরনে ছিল নীল সিল্কের শাড়ি ও সাথে মানানসই সোনার গয়না। রুবেল শ্বেতার সেই পোশাকের সাথে মিল রেখে বেছে নিয়েছিলেন নীল পাঞ্জাবি। এ দিন দুজনকেই পরিবারের সাথে ছবি তুলতে দেখা গেছে।

টলি ইন্ডাস্ট্রিতে খুব পরিচিত নাম শ্বেতা ও রুবেল। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক তাদের। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘যমুনা ঢাকি’ –তে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। সেই সেট থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাদের ধারাবাহিকের পথচলা আলাদা হয়ে গেলেও, ভাটা পড়েনি তাদের প্রেমে। সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনকে সবসময়ই সুন্দর মুহুর্ত ভাগ করে নিতে দেখা গেছে। এবার এই সম্পর্ককেই সাতপাকে বাঁধার তোড়জোড় করলেন জনপ্রিয় জুটি।

বর্তমানে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছে শ্বেতা। অন্যদিকে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে নায়ক চরিত্রে কাজ করছেন রুবেল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...