সেয়ানে সেয়ানে লড়াই

শনিবার রাশিয়ার সামারা এরিনায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সুইডেন ও ইংল্যান্ড। একদিকে যেমন আছে হ্যারি কেন তো অন্যদিকে আছে ভিক্টর লিন্ডেলফ কেউই বিনা যুদ্ধে বিন্দুমাত্র জমি ছাড়তে রাজিনয়। তবে আজকের খেলায় হয়তো সেই স্পিড থাকবে না ঠিকই কিন্তু দেখার বিষয় যে সুইডেনের নির্ভেদ ডিফেন্সকে ইংল্যান্ড কি ভাবে সামলায়। তবে সুইডেনের চিন্তার কারণ হতে পারে ফর্মে থাকা হ্যারি কেন যে ইতিমধ্যেই দেশের হয়ে ৬টি গোল পেয়ে গেছে। তাকে আটকানোই হবে আজকের ম্যাচে
সুইডেনের ডিপ ডিফেন্সের মুলমন্ত্র। আর গ্রাঙ্কভিস্তের মত খেলোয়াড় থাকতে সেই কাজটা খুব একটা কঠিন হবে না সুইডিসদের। তবে সুইডেনের চিন্তার কারণ হতে পারে তাদের অ্যাটাক। আর তাতে শান দিতে হয়তো মার্টিন ওলসনকে খেলার শুরু থেকেই দেখতে পাওয়া যেতে পারে। খেলায় স্পিড না থাকলেও এই ম্যাচ নিয়ে উন্মাদনা একটুও কমবে না সমর্থকদের। তাই পরিসংখ্যান অনুযায়ী আজকের ম্যাচে সেয়ানে সেয়ানে টক্কর হবে দুই পক্ষের মধ্যেই।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...