বিজয়িনীর দুই মুখ্য চরিত্রের মুখ বদল

বিজয়িনী ধারাবাহিকে ঘটে গিয়েছে এক অন্য ঘটনা। দর্শক ইতিমধ্যেই অবশ্য সেটা জেনে ফেলেছেন। ধারাবাহিক শুরু হয়েছিল যে দুজন নতুন মুখ নিয়ে তাঁদের ঘটেছে অপসারণ। অর্থাৎ ঋককেকার চরিত্রের হয়েছে মুখবদল। সূত্রের খবর অনুযায়ী এই দুই মুখ নিয়ে টি আর পি'র ঘর ভরছিল না। তাই তাঁদেরকে সরিয়ে অন্য মুখ নেওয়া হয়। ইমতিয়াজ হক এবং লেখা চট্টোপাধ্যায়ের জায়গায় এসেছেন রুদ্রজিত মুখোপাধ্যায় এবং স্বস্তিকা দত্ত। রুদ্রজিতকে 'সাত ভাই চম্পা' ধারাবাহিকে দেখেছেন দর্শক। আর স্বস্তিকাকে দেখেছেন 'ভজগোবিন্দ' ধারাবাহিকে। দুটি ধারাবাহিকই সমান জনপ্রিয় হয়ে উঠেছিল। অন্য দুজন এতদিন যে চরিত্র দুটিকে দর্শকের সামনে তুলে ধরেছেন তাঁদের জায়গায় নিজেদের স্থাপন করার কাজটিকে বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন স্বস্তিকা এবং রুদ্রজিত দুজনেই। কেকার সামনে এখন কঠিন লড়াই। যে সুবর্ণা রায় তাকে গুরুদক্ষিণা হিসেবে নাচ বন্ধ করে দেওয়ার কথা বলেছিল সেই সুবর্ণা রায়ই আজ নিজের স্বার্থে কেকাকে নাচ শিখিয়ে নাচের প্রতিযোগিতার মঞ্চে পাঠাচ্ছে। কিন্তু সেখানে কেকার নাম নেই, স্বরণালীর নাম নিয়ে নাচবে সে। ঋকের মনেও সন্দেহের দানা বেঁধেছে। তাই ছদ্মবেশে সে হাজির হয়েছে নাচের কম্পিটিশনে। কারণ তাকে জানানো হয়নি যে কেকাই নাচবে সেই প্রতিযোগিতায়।

কী হবে এর পরে? জানতে হলে সোম থেকে শুক্র রাত ৯ টায় স্টার জলসায় দেখুন বিজয়িনী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...