স্বর সম্রাট ফেস্টিভ্যাল

সময়ের এমন এক প্রান্তে আমরা দাঁড়িয়ে যেখানে চলতে ফিরতে অনিবার্য হয়েছে হেডফোন। তাই এমনটা মনে হতেই পারে সঙ্গীত এক আলাদা মাত্রা পায় এই প্রজন্মের হাত ধরে। আধুনিকতার মাপকাঠিতে মাপলে হয়ত কিঞ্চিত সত্যিই মনে হবে এই বাক্য। তবে এমন অগ্রগতিতেও কোথাও রয়ে গেছে, গোড়ায় গলদ। তাই শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত কোনও বিষয়ই প্রচার বিহীনই থেকে যায় এমন টলোমলো অবস্থায় কি তাহলে প্রচারহীনই থাকে যাবে শাস্ত্রীয় সঙ্গীত মহল ...এই প্রশ্নেরই উত্তর দিতে বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে স্বর-সম্রাট ফেস্টিভ্যাল সম্প্রতি হয়ে গেল এসএসএফ এর সাংবাদিক সম্মেলন। আগামী , এবং ১৪,১৫ তারিখ নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে স্বর-সম্রাট ফেস্টিভ্যাল এই উৎসবে উঠে আসবে শাস্ত্রীয় সঙ্গীত চর্চাকারী বহু অজানা প্রতীভা। তবে এবছরে এই উৎসবে সামিল হবেন জাকির হুসেন সঙ্গীত বিবাদহীন তাই  প্রাচীন-নবীন সকলেই উপস্থিতিতে এক নিদর্শন স্থাপনের মুখে এই উৎসব।

এটা শেয়ার করতে পারো

...

Loading...