স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর উপলক্ষে গত ১১ থেকে ১৯ শে সেপ্টেম্বর এক সংহতি সপ্তাহ পালন করে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি চান সর্বধর্মের সমন্বয়। নতুন যুগের পড়ুয়াদের জন্য স্বামীজীর শিকাগোর বক্তৃতা কতটা গুরুত্বপূর্ণ তা সেইদিনই মনে করিয়ে দেন তিনি। তাই স্কুল পড়ুয়াদের মধ্যে সেই বক্তৃতার অংশ বিনামূল্যে বিতরণ করার কথা ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। স্বামীজীর এই শিকাগো বক্তৃতা এবার থেকে স্কুল পাঠ্যের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। শিক্ষামন্ত্রীর কথা মত, স্বামীজীর সাথে সাথে নেতাজি, গান্ধীজি এবং অন্যান্য মনীষীদের জীবনদর্শন ও তাদের মূল্যবোধ সম্পর্কে এখনকার যুগের পড়ুয়াদের শিক্ষিত করে তুলতেই সরকারের এই নতুন পদক্ষেপ। এর আগে দেশের আঞ্চলিক বা জাতীয় কোনো স্তরেই পাঠ্যের অন্তর্ভুক্ত ছিল না এই শিকাগো বক্তৃতার অংশটি। রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে তাই দ্বিমত নেই শিক্ষামহলে। শিক্ষা দফতরের খবর অনুযায়ী, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে এই বিষয়টি নিয়ে যথেষ্ট আগ্রহী তাই তিনি নিজে নির্দেশ দিয়েছেন যাতে খুব শীঘ্রই এই পদক্ষেপটি নেওয়া যায়। প্রসঙ্গত, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই স্বামীজীর জয়গান গেয়েছে মা মাটি মানুষ। এর আগে ২০১২ সালে স্বামীজীর জন্মদিবসে ছুটি ঘোষণা করেছিলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী।