ছাত্র ছাত্রীদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (SVIST)। এখানে ছাত্র ছাত্রীরা কী কী বিশেষ সুবিধা পায়?এখানে প্লেসমেন্টের ক্ষেত্রে কী ব্যবস্থা রয়েছে? কী কী কোর্স এখানে রয়েছে? বিস্তারিত জানালেন ডিন কর্পোরেট রিলেশনস ডঃ অমিতাভ গুপ্ত (Amitabha Gupta , Dean Corporate Relations), বিভাগীয় প্রধান ( HOD ), অধ্যক্ষ এবং পড়ুয়ারা।
ডিন কর্পোরেট রিলেশনস ডঃ অমিতাভ গুপ্ত জানিয়েছেন, চাকরির বাজারে ছাত্র ছাত্রছাত্রীদের ডিগ্রির থেকেও বেশি দেখা হয় স্কিল। সেই জন্য প্রতিটি পড়ুয়া যাতে স্কিলের দিক থেকে তুখোড় হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়। সেভাবেই হয় ট্রেনিং। একেবারে প্রথম বর্ষ থেকেই সেই ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়। জুন-জুলাই-ডিসেম্বর মাসে সিমেস্টার ব্রেকের পর অনুষ্ঠিত হয় ট্রেনিং কার্নিভাল। সেখানে ১৫-১৬ ধরনের ট্রেনিং করানো হয়। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী ট্রেনিং করতে পারে। তাদের এর জন্য কোনও বাড়তি অর্থ ব্যয় করতে হয় না।
ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশের সঙ্গে জয়েন্ট উত্তীর্ণ হতে হবে। স্নাতক এবং ম্যাট, জিম্যাট উত্তীর্ণ প্রার্থীরা এমবিএ- কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।
অধ্যক্ষ ডঃ সোনালী সরকার জানিয়েছেন, দক্ষ ফ্যাকাল্টি টিম এখানকার বৈশিষ্ট। স্কলারশিপের সুযোগ আছে। উচ্চমানের গবেষণাগার, লাইব্রেরি, বুক ব্যাংকের মতো একাধিক সুবিধা পায় ছাত্র ছাত্রীরা।