যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিনে সাজো সাজো রব বেলুড়সহ অন্যান্য জায়গায়। স্বামীজীর ১৫৭ তম জন্মবার্ষিকীতে কলকাতার আনাচে কানাচে থাকা ক্লাব থেকে শুরু করে বহু স্কুল কলেজে থাকে নানা অনুষ্ঠানের আয়োজন। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে বেলুড়ের যুব অনুষ্ঠানে উপস্থিত থাকছে বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারাও। সকাল থেকেই জমজমাট বেলুড় মঠ কারণ জন্মদিন নয় সেখানে পালিত হয় স্বামীজীর জন্মতিথি। বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে আসেন এই মঠে। তাদের জন্য যথাযথ প্রাতঃরাশের ব্যবস্থাও করে মঠ কতৃপক্ষ। সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ছে সেখানে।বেলুড় মঠের মতো স্বামীজীর বাড়িতেও পালিত হয় বীর সন্যাসী বিবেকানন্দের জন্মদিন। সেখানেও ভক্ত সমাগম হয় চোখে পড়ার মতো। ১৮৬৩ সালে জন্মগ্রহণ করা 'বিলে' তৎকালীন সমাজে হিন্দু ধর্মের গোঁড়ামি থেকে সমাজকে মুক্ত করে যথার্থ হিন্দু ধর্মের ব্যাখ্যা দিয়ে এই ধর্মকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। শিকাগোয় তার ভুবনভোলানো ভাষণ জয় করেছিল বিশ্বের সকলের মন। সেই তরুণ সন্যাসীর জন্মতিথিতে জিয়ো বাংলার পক্ষ থেকে রইল বিনম্র প্রণাম।