“আশা ছিল ভাল ফল হবে, যে হবে আশা করেছিলাম। তবে প্রথম হব, তা ভাবিনি”।
২০২৩-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবার পর এমনটাই জানিয়ে এই বছরের উচ্চমাধ্যমিক সেরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া শুভ্রাংশু সর্দার। প্রাপ্ত নম্বরের হার ৯৯.২ শতাংশ। মোট প্রাপ্ত নম্বর ৪৯৬।
তাঁর বিষয়গুলি ছিল—বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (দ্বিতীয় ভাষা), ইকোনমিক্স, ম্যাথ, স্ট্যাটিসটিক্স এবং কম্পিউটার সায়েন্স। শুভ্রাংশুর বিষয় নির্বাচনের প্রশংসা করেন স্বয়ং উচ্চমাধ্যমিক সংসদ সভাপতি।
উচ্চমাধ্যমিকে তাঁর সাফল্য আর কথা দুই নজর কেড়েছে শিক্ষাবিদ থেকে সাধারণ মানুষ সব মহলেই।
কীভাবে প্রস্তুতি নিয়েছে সে? সে প্রসঙ্গে শুভ্রাংশু জানিয়েছে, সে দিনে চারঘন্টা পড়াশোনা করত। কিন্তু আসল বিষয় মনোসংযোগ। সাফল্য পেতে কঠোর পরিশ্রম করেছে। পরিশ্রমই তাঁর সাফল্যের মূলধন। ছাত্রের সাফল্যের ব্যাপারে শুরু থেকেই আশাবাদী ছিলেন মিশনের শিক্ষকরা। নিজের সাফল্যের জন্য সব কৃতিত্ব দিতে চান স্কুল এবং শিক্ষকদের।
বজবজের বাসিন্দা শুভ্রাংশুর প্যাশন পড়াশোনা। ভালোবাসে বই আর গান। মিশনের বন্ধুদের নিয়ে ‘জোনাকি’ নামে একটি ব্যান্ডও রয়েছে তাঁর। বাবা তিন চাকার পিক আপ ভ্যানচালক। মা গৃহবধূ।
অর্থনীতি নিয়ে পড়তে চান ভবিষ্যতে। গবেষণাও করতে চান অর্থনীতির বিষয়েই।
পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। ২০১৫ সালের পর ফের উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় শীর্ষে উঠে এল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এবারের মেধা তালিকায় প্রথম ১০-এ রয়েছে নরেন্দ্রপুরের ১০ জন পড়ুয়া।
উচ্চমাধ্যমিকে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের আবু সামা। প্রাপ্ত নম্বর ৪৯৫।
মার্কশিট মিলবে সেই ৩১ মে। এবছর পরীক্ষা দিয়েছেন মোট আট লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। পরীক্ষায় দেন ৮ লাখ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। এর মধ্যে ৯১.৮৬ শতাংশ ছাত্র পাশ করেছেন। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩৮ শতাংশের বেশি পরীক্ষার্থী। এক থেকে দশে অর্থাৎ মেরিট লিস্টে জায়গা করে নিয়েছেন ৮৭ জন।
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি শুরু। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। আগামী বছরের পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে। শেষ হবে ৩টে বেজে ১৫ মিনিটে।