সত্যবতী এবার সৌদামিনী

 

'সৌদামিনীর সংসার'-এ ফের সুস্মিলি আচার্য। এর আগে 'প্রথম প্রতিশ্রুতি' ধারাবাহিকে সত্যবতীর চরিত্রে অভিনয় করে সে। এবার সৌদামিনী। অভিনয়ের শুরুয়াত টা বাবা দয়াল আচার্যর হাত ধরেই। দয়াল বাবু পরিচালিত 'অপরাধী' ছবিতে অভিনয়ের পরই ডাক আসে সত্যবতী চরিত্রের জন্য। প্রথমে অডিশনে যেতে হয় তাকে। এক নজরেই পছন্দ হয়ে যায় সে। আর তারপরে সত্যবতীর চরিত্রে দর্শকের নজর কাড়ে সুস্মিলি। ধারাবাহিকটি চলাকালীন সুস্মিলির বাবা-মা ঠিক করেছিলেন মেয়েকে আর ধারাবাহিকে অভিনয় করতে দেবেন না। তবে সুস্মিলিকে ঘিরে চ্যানেলের আগ্রহ সর্বোপরি চরিত্রের রকমসকম দেখে মেয়েকে সরিয়ে রাখতে পারেননি তাঁরা। তা ছাড়া আজকাল ১৪ ঘণ্টার বেশি কাজ হয় না ফ্লোরে। ফলে লেখাপড়া করার খানিকটা সময় পাওয়া যায়। তাই মেয়েকে ফের লাইট-ক্যামেরার সামনে যেতে দিয়েছেন বলে জানিয়েছেন দয়াল বাবু।

সৌদামিনীর পাশাপাশি এই একই ধারাবাহিকে সুস্মিলিকে দেখা যাবে মিনির চরিত্রেও। সুতরাং ট্যুইস্ট আছে গল্পে। তা ধারাবাহিক শুরু হলেই বোঝা যাবে।

সত্যবতীর পর সৌদামিনী চরিত্রেও ফের আটপৌরে শাড়ি পরে দর্শকের দরবারে আসতে চলেছে 'যাদবপুর আদর্শ বালিকা শিক্ষায়তন' স্কুলের ক্লাস সিক্সের ছাত্রী সুস্মিলি আচার্য।

সুস্মিলির বাবা দয়াল আচার্য জানান- "সুস্মিলির পড়াশুনোর প্রতিই আগ্রহ বেশি। কিন্তু ফাইভ থেকে সিক্সে উঠতে গিয়ে ৬৫% নম্বর পেয়েছে। তাই মেয়ের মনটা খারাপ। তবে ক্লাস সিক্সের প্রথম বার্ষিক পরীক্ষায় সে ৭০% নম্বর পেয়েছে।"

'সৌদামিনীর সংসার' শেষ হয়ে গেলে মেয়েকে পড়াশুনোর দিকে বেশি ঠেলে দেবেন বলে ঠিক করেছেন সুস্মিলির বাবা। তবে ছবিতে কাজ করার সুযোগ পেলে তা করতে দেবেন তিনি। কারণ ছবির জন্য খুব বেশি সময় দিতে হয় না।

পড়াশুনোর পাশাপাশি নাচ করে সুস্মিলি। গানও শিখত। কিন্তু শুটিং আর পড়ার চাপে গানটাকে সরিয়ে রাখতে হয়েছে তাকে। আঁকতে ভালবাসে সুস্মিলি। সময় পেলেই আঁকাজোকা করে সে।

আগামী ১৭ জুন থেকে টেলিভিশনের পর্দায় সৌদামিনীর দৌরাত্ম্য দেখবে দর্শক। আরও একবার এলোচুলে আটপৌরে শাড়ি পরে ছুটে বেড়াবে সে। বলবে গ্রামীণ ভাষা। সামলাবে কোন্দল বাড়ি। সৌদামিনী নাকি মিনি কে পারবে শান্তি নিবাসে শান্তি ফেরাতে? মিনি হোক বা সৌদামিনী সে তো সুস্মিলিই।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...