টোকিও অলিম্পিকে যাওয়ার রাস্তা প্রায় বন্ধ হয়ে গেল দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় কুস্তিগির সুশীল কুমারের কাছে।
শুক্রবার দিল্লিতে ট্রায়াল ছিল ইতালিতে র্যাঙ্কিং সিরিজ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে নামার। কিন্তু হাতের চোটের কারনে এই ট্রায়াল পিছানোর আর্জি জানান সুশীল। কিন্তু সুশীলের এই আর্জি মানা হয়নি। ৭৪ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেন জিতেন্দর কুমার। কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ সিং বলেছেন এই দুই সিরিজে যারা পদক পাবে তাদের অলিম্পিক বাছাই পর্বের জন্য ট্রায়ালে নামতে হবে না। কিন্তু কেউ পদক না পেলে তখন চিনে ২৭-২৯ মার্চ অলিম্পিক বাছাই পর্বের ম্যাচ হবে। এই নিয়ম অনুযায়ী জিতেন্দর এই দুটি সিরিজের মধ্যে পদক পেলে বন্ধ হয়ে সুশীল কুমারের টোকিও অলিম্পিক যাওয়ার রাস্তা। পদক না পেলে তখন সুশীল কুমার আবার সুযোগ পাবেন বাছাই পর্বে নামার। তাই যদি কিন্তুর ওপর দাড়িয়ে রয়েছে সুশীল কুমারের টোকিও অলিম্পিকে নামার ভাগ্য।
বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ এবং লন্ডন অলিম্পিকে রুপো জয়ী ভারতীয় কুস্তিগির রিও অলিম্পিকে যেতে পারেননি নিজের ওয়েট ক্যাটাগরি পরিবর্তন করার ফলে। এর ফলে নরসিংহ যাদব সুশীলের পরিবর্তে রিও অলিম্পিকে অংশগ্রহন করেন। শেষ পর্যন্ত অবশ্য ডোপ কেলেঙ্কারির জন্য তাঁর নামাই হয়নি। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য টোকিও অলিম্পিকে নামতে চেয়েছিল সুশীল কুমার। কিন্তু জিতেন্দর কুমারের জন্য তাঁর স্বপ্ন আবার ধাক্কা খেতে চলেছে।