Surprise Train Ticket Checking: এবার টিকিট চেকিং নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল!

বিনা টিকিটে ট্রেনে যাত্রা করার ব্যপারটা দিনে দিনে বেড়েই চলেছে। এক শ্রেণীর যাত্রীদের মধ্যে টিকিটে যাতায়াত করার প্রবণতা বেড়েই চলেছে। এবার সেটাইকেই থামাতে কড়া পদক্ষেপ নিতে চলেছে  রেল সংস্থা।

পূর্ব রেলের তরফ থেকে জানা গিয়েছে যে এবার সারপ্রাইজ টিকিট চেকিং স্পেশাল নামাতে চলেছে তাঁরা। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে যেই যাত্রীরা প্রতিদিন বিনা টিকিটে যাতায়াত করা অভ্যেস করেছেন, তাঁদের এবার সতর্ক হতে হবে। এবার থেকে টিকিট চেক করতে ট্রেন রুটের মাঝপথের যে কোনও স্টেশন থেকেই টিকিট চেকিং স্কোয়াড উঠে পড়বে ট্রেনে। সেটা কোনও জংশনও নাও হতে পারে। তারপরেই বিনা টিকিটে যাত্রা করছেন এমন কেউ ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা গিয়েছে।

জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আরও জানিয়েছেন যে এই স্কোয়াড সন্ধ্যায় হঠাৎ করেই উঠে পড়তে পারেন  যে কোনও স্টেশন থেকে। তাঁরা জানাচ্ছেন যে এমন একটা লোকেশন থেকে হয়তো স্কোয়াড উঠে পড়বে, যেখান থেকে কেউ আশাই করবে না যে টিকিট চেকিং হবে।

রেলওয়ের আর্জি করেছেন যে রেল ভাড়া অন্যন্য যানের থেকে অনেকটাই কম। কম। ৫ থেকে ১০ টাকার টিকিট কেটে দীর্ঘ পথ যাত্রা করা যায়। তবে, সেটাও কাটতে চান না বহু মানুষেরা। এই প্রসঙ্গে কৌশিক মিত্র বলেন যে এই ভাড়া পেলে রেল কখনই বিশাল লাভ করবে না। রেল টিকিট কাটার অনেক ব্যবস্থা করেছে। তাই রেল টিকিট কেটে ট্রেন চড়াই ভালো বলে জানিয়েছেন তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...