জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিলেন সূর্যনগর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যবৃন্দ। সঞ্চালক সিঞ্চিতার সাথে পুজোর আড্ডা @ জিয়ো বাংলা অনুষ্ঠানে হাজির ছিলেন ক্লাবের সহ সভাপতি শ্রী মিলন রায়চৌধুরী ও শ্রী ক্ষেত্রগোপাল ঘোষ এবং ক্লাবের সভাপতি শ্রী তিমিরবরণ সমাদ্দার।
তারা জানালেন ইতিমধ্যে বেশ খানিকটা পথ অতিক্রম করে ৭০ তম বর্ষে পদার্পন করবে এই ক্লাব। আর তাদের এবারের থিম জল সংরক্ষণ নিয়ে। ১৯৫০ সাল থেকে এই ক্লাবের যাত্রাপথ শুরু হলেও এই ক্লাব থিম পুজোর হাত ধরে ২০১১ সাল থেকে। এই বছর মণ্ডপ সজ্জার জন্য বাইরের কোনো ‘সিন্থেটিক মেটিরিয়াল’ ব্যবহার করা হচ্ছে বলেই জানিয়েছেন ক্লাবের সদস্যরা। মাটির নানা জিনিসপত্র দিয়ে এই বছর মণ্ডপ সজ্জা করতে চাইছেন শিল্পী।
পুজোর সময় মহাষ্টমীর দিন মহাভোগ নিবেদন করা হয় মায়ের পায়ে। সেই ভোগ খেতে উপস্থিত হন প্রায় হাজার হাজার মানুষ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগের বছরগুলিতে বয়স্কদের অংশগ্রহণ বেশি থাকলেও এই বছর ইয়ং ব্রিগেডের উৎসাহ অনেকটাই বেড়েছে। চতুর্থীর দিন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত ধরে উন্মোচিত হতে চলেছে মাতৃমন্দিরের দ্বার। এই মণ্ডপটিতে পৌঁছাতে গেলে আপনাকে নোয়াপাড়া কিংবা কবিসুভাষগামী মেট্রোতে করে এসে নামতে হবে মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশনে। সেখান দিয়ে হাঁটাপথে পৌঁছাতে হবে এই মণ্ডপটিতে।