এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদবই বন্দে ভারতের প্রথম মহিলা চালক

সদ্য উদযাপিত হয়েছে নারী দিবস। তার ঠিক পরেই ফের নারীশক্তির জয়ে গর্বিত দেশ। এই জয় ভারতের সব নারীর জয় হিসেবে দেখছে দেশবাসী। আলোচনার কেন্দ্রে সুরেখা যাদব। গোটা পৃথিবী একসময় তাঁকে চিনেছিল এশিয়ার প্রথম লোকোমোটিভ পাইলট হিসেবে। এবার নতুন রেকর্ড গড়লেন এই ভারত কন্যা। বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা চালক হিসেবে স্বীকৃতি পেলেন তিনি। মহারাষ্ট্রের সোলাপুর থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যে পরিষেবা শুরু হয়েছে, সেই রুটেই চালকের আসনে ছিলেন সুরেখা।                           

চালকের আসনে সুরেখা যাদবের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় টুইট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লিখেছেন, নারী শক্তির হাতেই বন্দে ভারত। সুরেখা যাদবকে বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা চালক বলে উল্লেখ করেছেন তিনি। একই টুইটে রেলমন্ত্রী আরও জানান, দেশের প্রথম লোকো পাইলট চালিয়েছিলেন সুরেখা যাদবই।

১৯৬৫ সালের ২ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাতারায় জন্ম হয় সুরেখার। সাতারা জেলার সেন্ট পলস কনভেন্ট হাই স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পাঠ শেষ করেন। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন। ১৯৮৮ সালে ট্রেন চালক হিসেবে যোগ দেন ভারতীয় রেলে। মাত্র ২৩ বছর বয়সে তিনি প্রথম মহিলা ট্রেন চালক হন। এই সাফল্যের জন্য তিনি রাজ্য এবং জাতীয় স্তরে একাধিক পুরস্কারও পেয়েছেন।

পরবর্তীতে অবশ্য অনেক মহিলাই এই কাজ করেছেন।

সুরেখা যাদবের এই কৃতিত্বে মধ্য রেলের তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "অত্যাধুনিক এই ট্রেন চালানোর সুযোগ পেয়ে সুরেখা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোমবার একেবারে সঠিক সময়ে এই ট্রেন সোলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে৷ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে ট্রেনটি পৌঁছয় নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে৷"

সোলারপুর থেকে ৪৫০ কিমি পথ পাড়ি দেওয়ার পর ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের ৮ নম্বর প্ল্যাটফর্মে সুরেখাকে সংবর্ধনা দেওয়া হয়।

গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছিল মধ্য রেল কর্তৃপক্ষ ৷ ওই দিন মুম্বই-পুণে রুটে ডেকান কুইন এক্সপ্রেস চালানো হয়৷ একইসঙ্গে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ও কল্যাণের মধ্যে চলে লেডিস স্পেশাল ট্রেন৷ সেই ট্রেনের চালক থেকে শুরু করে সংশ্লিষ্ট সমস্ত কর্মীই ছিলেন মহিলা৷ এর মধ্যে ডেকান কুইন এক্সপ্রেস চালানোর দায়িত্ব ছিল সুরেখা যাদবের উপর৷ 

এটা শেয়ার করতে পারো

...

Loading...