তিনি এক সময় সাংবাদিকতা করেছেন । সেখানেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। এরপর তিনি জনসংযোগ আধিকারিকের কাজটিও সুনামের সঙ্গে করে যাচ্ছেন । এরই মাঝে তিনি লিখে ফেললেন এক ব্যতিক্রমি প্রেমের উপন্যাস 'গ্রেস'।তিনি হলেন সুপ্রিতা সিং । মঙ্গলবার শহরের একটি হোটেলে জাঁকজমকপূর্ন ভাবে সুপ্রিতার প্রথম উপন্যাস 'গ্রেস'প্রকাশিত হলো টলিউড সুন্দরী পার্ন মিত্র, অভিনেতা শতাফ ফিগার ,প্রযোজক -পরিচালক সত্রাজিৎ সেন এবং বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ।
এছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকা।সুপ্রিতা তার প্রথম উপন্যাস প্রসঙ্গে বললেন , " আমার উপন্যাস 'গ্রেস' সম্পর্কের গল্প বলবে পাঁচটি গল্পের মাধ্যমে।দুই মুখ্য চরিত্র কবিতা এবং রানা-তাদের হঠাৎ সাক্ষাৎ এবং সারা রাতের কথোপোথনের গল্প।এখানে কবিতা তার চারটি রোমান্টিক সম্পর্কের গল্প শোনায়। এই ঘটনা থেকেই উঠে আসে নানা কাহিনি । যা পাঠককে স্পর্শ করে যাবে"।
অভিনেত্রী পার্ন মিত্র বললেন , "সুপ্রিতার 'গ্রেস' আমার বেশ পছন্দ হয়েছে কারন 'গ্রেস' জটিল বিষয়বস্তুর উপর হলেও প্রেম নিয়ে জ্ঞান দেয়না"।সুজয় প্রসাদ বেশ উচ্ছসিত হয়ে বললেন , "এটা পড়তে একদম সিনেমার মতো লাগবে ।প্রত্যেক পাঠক নিজেদেরকে গল্পগুলো তে রিলেট করতে পারবে "।উপন্যাস টি প্রকাশিত হয়েছে পার্টিজ ইন্ডিয়া থেকে ।সুপ্রিতার দ্বিতীয় উপন্যাস "বানী" লেখার কাজ চলছে বলে জানা গেল । লেখিকা হিসাবেও সুপ্রিতা আলোড়ন ফেলবে এমনটাই মনে করছেন তার পরিচিতরা ।