Supremecourt Guidelines: মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে কাউকে চাপা দিলে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে কাউকে চাপা দিলে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতির জানিয়েছেন, অনেকে মদ খেয়ে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান। সেই কারণে ওই ধারায় খুনের মামলা দায়ের করা উচিত।

রোজকার জীবনে অনেক পথ দুর্ঘটনার খবর সামনে আসে। এর মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটায় অনেকে। এর ফলে দুর্ঘটনায় পথচারী বা অন্য গাড়ির চালক কিংবা যাত্রীর মৃত্যু হয়। কিন্তু এই সব দুর্ঘটনায় বেশিরভাগ সময় সাধারণ মামলা দায়ের করে তদন্ত করা হয়। এর ফলে তদন্ত খুব ধীরে এগোয়। এই সমস্যার সমাধানেই অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, বাবার মৃত্যুর সঠিক তদন্ত না করার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন শেখ অসি নামে এক ব্যক্তি। তাঁর মতে, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তাঁর বাবাকে চাপা দেওয়া হয়েছে। অথচ পুলিশ এই দুর্ঘটনার সাধারণ মামলা দায়ের করছে। এই মামলার সূত্রেই পুলিশ বিচারপতি জানিয়েছেন, এ বিষয়ে নতুন ধারা যোগ করতে হবে। তবে আদালত জানিয়েছে, ছোট ঘটনার ক্ষেত্রে এই অনিচ্ছাকৃত খুনের মামলা রজু নাও করা যেতে পারে।

সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বলেছেন, মদ খেয়ে গাড়ি চালিয়ে ‘বড় দুর্ঘটনা’র ক্ষেত্রে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করতে হবে। এ বিষয়ে নির্দিষ্ট করে বলেছে সুপ্রিম কোর্ট।

এটা শেয়ার করতে পারো

...

Loading...