টেলিপর্দার নায়িকারা ইতিমধ্যেই ভীড় লাগিয়েছে সুপারস্টার দেবের বিপরিতে অভিনয় করতে। শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃসা কুণ্ডুর পর এবার আসছে অভিনেত্রী ইধিকা পাল। এবার দেবের বিপরিতে দেখা যাবে ইধিকাকে। এই প্রসঙ্গে টলিপাড়ায় শুরু হয়ে গিয়েছে জল্পনা।
যদিও ইধিকা বাংলাদেশের এক ছবির নায়িকা হয়ে ইতিমধ্যে বড় পর্দায় পা রেখে দিয়েছেন। বাংলাদেশের শাকিব খানের পরে এবার দেবের নায়িকা তিনি। জানা গিয়েছে যে দেবের ‘বাঘাযতীন’ ছবিমুক্তির দিনেই প্রিমিয়ারে এসেছিলেন তিনি। কিন্তু কেউই কিছু বলেননি সেদিন। সবাই কিছু একটা বুঝতে পেরেই শুরু হয়ে যায় জল্পনা।
এবার সেই জল্পনার অবসান ঘটল। জানা গিয়েছে যদি সব ঠিক থাকে পরিচালক সঞ্জয় রিনো দত্ত এক ছবি বানাতে চলেছেন। নাম ‘খাদান’। আর সেখানেই দেখা যাবে দেব-ইধিকার জুটি। এটাও জানা গিয়েছে যে প্রযোজনায় দেবের সংস্থা।
এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী ইধিকা জানিয়েছেন যে এই প্রসঅঙ্গে তিনি কিছুই জানেন না।
টেলিজগতের ইধিকা পাল এখন খুবই জনপ্রিয়। রাজ চক্রবর্তীর কপালকুণ্ডলা, রিমলি, পিলু করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। এরপরেই চলে যান বাংলাদেশ। সেখানে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে ইধিকা। জানা গিয়েছে সেই ছবিও বাংলাদেশে একেবারে ব্লকবাস্টার হিট এবং লন্ডনের প্রেক্ষাগৃহেও দেখানো হয়েছে ছবিটি। এবার দেবের সঙ্গী হতে চলেছেন তিনি।
অন্যদিকে পরিচালক রিনোকে দেখা গিয়েছে ‘সিটি অফ জ্যাকেলস’ ছবি পরিচালনা করতে। সেই ছবিতে অভিনয় করেছিলেন জয় সেনগুপ্ত, সায়নী গুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় সহ বহু তারকা। গত বছরের ২৫ নভেম্বর মুক্তি পেয়েছিল এই ছবিটি।
এদিকে অভিনেতা দেব প্রেমিকা রুক্মিণী মৈত্রকে নিয়ে ইউরোপ ভ্রমণে গিয়েছেন। ব্যস্ত জীবন থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন তিনি। এরপর ফিরেই তাঁকে আসন্ন ‘প্রধান’ ছবির প্রচারে ফের ব্যস্ত হয়ে পড়বেন তিনি। হয়েতো সেইসময় আগামী ছবির ব্যাপারে কিছু তথ্য পাওয়া যাবে।
আপাতত শুধু ছবির নাম ও পটভূমিকায় কয়লাখনি, এইটুকুই জানা গিয়েছে। কিন্তু কি নিয়ে গল্প বা দেব-ইধিকা জুটি ছাড়া কারা থাকবেন সবকিছুই এখন অজানা।