সুপার সিঙ্গার জুনিয়র

প্রতিভা দেখানোর এক বড় প্ল্যাটফর্ম রিয়ালিটি শো। প্রায় কুড়ি বছর ধরে চলছে এর জোয়ার। উঠে আসছেন বহু লুকোনো প্রতিভা। কেউ দাপিয়ে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে কেউ আবার হারিয়েও যাচ্ছেন। তা সে যাই হোক, আরও একবার নতুন প্রতিভা খুঁজে বের করার যজ্ঞে শামিল হয়েছে স্টার জলসা চ্যানেল। আগামী ১ জুন থেকে আসছে নতুন রিয়ালিটি শো সুপার সিঙ্গার জুনিয়র’ আরও একবার ছোটে ওস্তাদদের গানে মন মাতবে সকলের। জলপাইগুড়ি, মালদা, মেদিনীপুর, কলকাতা, শিলিগুড়ি, নবদ্বীপ, দুর্গাপুর, চন্দননগরে চলেছে অডিশন। বহু শিশু শিল্পীর ভিড় জমেছিল সেখানে। শো-এর প্রযোজক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানান- “শিশুগুলোর উৎসাহ দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। কী প্রচণ্ড শিল্পী হওয়ার ইচ্ছা ওদের মনে। মাথার উপর চড়া রোদ, ঘেমে নেয়ে অস্থির হয়ে যাচ্ছিল বাচ্চাগুলো। তবু উৎসাহে এতটুকু ভাটা নেই ওদের।”

বিচারকের আসনে থাকবেন কুমার শানু, জিত গাঙ্গুলি, কৌশিকী চক্রবর্তী। আর সঞ্চালনার দায়িত্বে রুক্মা রায়। ছোটে ওস্তাদদের গ্রুমিং-এর দিকটি সামলাবেন রেশমি, কিঞ্জল, শোভন, অঙ্কন, তৃষা। বিচারক এবং গ্রুমাররাই ওদের মেন্টরের দায়িত্ব সামলাবেন।

চ্যানেল আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসে জিত গাঙ্গুলি জানান- “বাংলা হল সঙ্গীতের পীঠস্থান। আর আমরা যারা সঙ্গীত পরিচালনা করি তাদের একটা খিদে থাকে ভাল সিঙ্গার খুঁজে পাওয়ার। এই সব রিয়ালিটি শো গুলো আমাদের সেই খিদে মেটায়। আশা করি স্টার জলসার সুপার সিঙ্গার জুনিয়রও আমাদের সেই খিদে মিটিয়ে দিতে পারবে। অডিশনে কিছু শিশু শিল্পীর পারফরম্যান্স দেখে আমি অবাক হয়ে গেছি।”

কুমার শানু বলেন- “বাচ্চাদের গানের বিচার করা বড় কঠিন কাজ। ওদের বকুনি দিলেই ওরা কেঁদে ফেলে। ওদের গান খুব একটা ভাল হয়নি বললেও বিপদ! ওরা কষ্ট পাবে। তাই ওদের সঙ্গে ওদের মতো করেই মিশতে হবে। এমন কোনও কথা ওদের আমরা বলব না যাতে ওরা কষ্ট পায়। ওদের ভালটা বা খারাপটা আমরা আমাদের মনের ভিতরেই রাখব।”

কৌশিকী চক্রবর্তী জানান- “বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে তো আমার দারুণ লাগে। ওদের থেকে অনেক কিছু শেখা যায়। আর ওদেরকে শেখানোর তো মজাই আলাদা।”

আগামী ১ জুন থেকে শনি ও রবি ঠিক রাত সাড়ে ৮ টায় সম্প্রচারিত হবে ‘সুপার সিঙ্গার জুনিয়র’ শুধুমাত্র স্টার জলসায়।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...