চির ঘুমের দেশে সকলের শৈশবের সাথী "সুপার মারিও"

"সুপার মারিও" এমন একটি নাম যার জন্য কোনও আলাদা বিশেষণের প্রয়োজন পরে না। এক নামেই সবাই চেনে এই বেঁটে খাটো ছোট্ট মানুষটিকে। হ্যাঁ, "সুপার মারিও" নামের সেই বিখ্যাত গেমটির কথাই বলা হচ্ছে যা প্রতিটি শিশুর শৈশবের সাথী, অজস্ৰ বকা খাওয়ার সাক্ষী। সেই সুপার মারিও চলে গেলেন চিরনিদ্রায়। না এখানে কোনো কার্টুন চরিত্রের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে সুপার মারিও গেমটির পিছনে থাকা একজন বেনামী ভূমি ঠিকাদার "মারিও সিগেলের" কথা। তিনি "নিনটেন্ডো অফ আমেরিকা" নামের একটি গেম নির্মাতা সংস্থাকে একটি গুদাম ঘর ভাড়া দিয়েছিলেন। সেই ঘরেই জন্ম হয় বিশ্ব বিখ্যাত এই কার্টুনটির। নির্মাতারা সিগেলের নামানুসারে এই চরিত্রটির নাম রাখেন "সুপার মারিও" গেমটি বিখ্যাত হওয়ার সাথে সাথে যথারীতি সিগেল নিজেও বিখ্যাত হয়ে যান খুব অল্পদিনের মধ্যে। সুপার মারিও আসলে যার নাম থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া সেই মারিও সিগেল ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে মৃত্যু দিয়ে কোনো কিছুর শেষ হতে পারে না, আমরা ভবিষ্যতে সুপার মারিও গেমের নতুন নতুন অনেক ভার্সন দেখতে পাবো এই আশা রইলো।

এটা শেয়ার করতে পারো

...

Loading...