মহাকাশের বন্দীদশা কাটিয়ে অবশেষে পৃথিবীর বুকে ফিরতে চলেছেন দুই মহাকাশচারী, সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাঁদের নিয়ে আসতে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০’এ। প্রায় ৯ মাস পর শেষ হবে তাদের মহাকাশ অভিযান। অবশেষে তাদের অবতরণের সময় জানাল নাসা।
নাসার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৫৭মিনিটে আমেরিকার ফ্লরিডার উপকূলে নামবেন তাঁরা। ভারতীয় ঘড়িতে ওই সময় বুধবার ভোর সাড়ে ৩টে। এই অবরতরণ প্রক্রিয়া সোমবার থেকে সরাসরি সম্প্রচার করবে নাসা। নাসার ওয়েবসাইটে এবং সমাজমাধ্যমে এই সম্প্রচার দেখতে পাবে সাধারণ মানুষ।
সুনীতাদের ফিরিয়ে আনতে স্পেসএক্সের ড্র্যাগন যান –এ করে মহাকাশ স্টেশনে পৌঁছেছে আরও চার নভশ্চর। তাঁরা হলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।
বর্তমানে কিছুদিন তাঁরাই মহাকাশ স্টেশন পরিচালনার দায়িত্ব সামলাবেন। তবে নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ সুনীতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরবেন।
গত বছর বোয়িং স্টারলাইনার রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও বুচ। আট দিনের মহাকাশ অভিযান ছিল তাদের। কিন্তু নির্দিষ্ট সময়ে তাঁদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও রকেট বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি হওয়ায় আর ফিরতে পারেননি তাঁরা। ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েছিলেন সুনীতা ও বুচ।
তবে এবার পৃথিবীর মাটিতে ফিরবেন দুই নভোশ্চর। এলন মাস্কের সংস্থার ক্রিউ-১০’এ চড়ে তাঁরা ফিরবেন। সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর পৃথিবীতে পদার্পণ করলে এক নতুন ইতিহাস তৈরি হবে।