মহাকাশে ৯ মাস কাটিয়ে অবশেষে ঘরে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। তাঁদের সঙ্গে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ স্পেসএক্সের মহাকাশযান অতলান্তিক মহাসাগরের ফ্লরিডা সমুদ্রে অবতরণ করেছে।
ফ্লরিডা থেকে সুনীতাদের নিয়ে আসতে পৌঁছে গিয়েছিল মার্কিন নৌসেনা বাহিনীর বোট। এরপর সুনীতাদের পরবর্তী গন্তব্য হিউস্টন জনসন স্পেস সেন্টার। তাঁদের রাখা হবে ক্রু- কোয়ার্টারে। সেখানেই আপাতত পর্যবেক্ষনে থাকবেন তাঁরা। তাদের স্বাস্থ্যের সম্পূর্ণ পরীক্ষা হবে সেখানে। মহাকাশে এই দীর্ঘ সময় অবধি শূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেকারণে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির সঙ্গে মানিয়ে নিতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে তাঁদের। চিকিৎসকরা তাঁদের সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা করার পরেই পরিবারের কাছে ফিরতে পারবেন মহাকাশচারীরা।
সুনীতাদের অবতরণের পর নাসার পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন নাসার উপ সহযোগী প্রশাসক জোয়েল মনটালবানো ও কার্যক্রম সমন্বয় ব্যবস্থাপক বিল স্পিচ। তাঁরা বলেন, মহাকাশচারীরা নিরাপদের পৃথিবীর বুকে নিরাপদে অবতরণ করেছে। গত ৯ মাসে ৯০০ ঘণ্টারও বেশি সময় ধরে ১৫০টি বিষয়ের গবেষণা করা হয়েছে।
গত বছর বোয়িং স্টারলাইনার রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও বুচ। আট দিনের মহাকাশ অভিযান ছিল তাদের। কিন্তু নির্দিষ্ট সময়ে তাঁদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও রকেট বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি হওয়ায় আর ফিরতে পারেননি তাঁরা। ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েছিলেন সুনীতা ও বুচ। অবশেষে পৃথিবীর মাটিতে ফিরলেন দুই নভোশ্চর।