শামিকে দেখে মার্শালের কথা মনে পড়ে গাভাসকারের

মহম্মদ শামিকে  ম্যালকম মার্শালের সাথে তুলনা করলেন সুনীল গাভাসকার। সাদা বলের ক্রিকেটে তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য এই তুলনা বলে মনে করা হচ্ছে।

সাদা বলের ক্রিকেটে এই বছর দুরন্ত পারফরম্যান্স করতে দেখা গিয়েছে মহম্মদ শামিকে। এই বছর ২১ টি ওয়ান ডে ম্যাচ খেলে মোট ৪২ টি উইকেট পেয়েছেন শামি।  যা কোনও বোলারের এই বছরে সর্বাধিক উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছে ট্রেন্ট বোল্ট। বোল্টের মোট উইকেট ২০টি ম্যাচ খেলে ৩৮টি।  এর আগে ২০১৪ সালে সর্বাধিক উইকেট পেয়ে বছর শেষ করেছিলেন শামি।  সব মিলিয়ে শামি চতুর্থ বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।

দুরন্ত পারফরম্যান্সের জন্যই ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকার বলেছেন শামিকে দেখলে তাঁর মার্শালের কথা মনে পড়ে। প্রসঙ্গত ম্যালকম মার্শাল ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ফাস্ট বোলার যিনি মোট ৮ বার গাভাসকারকে আউট করেছিলেন।  মার্শালের কথা ভেবে গাভাসকার এখনও ঘুম থেকে জেগে ওঠে বলেও জানিয়েছেন।  ভারতীয় পেস বোলিং এখন দুর্দান্ত ফর্মে রয়েছে। গাভাসকারের মত কিংবদন্তি শামিকে মার্শালের সাথে তুলনা করায় অনেকেই বলছেন স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে তুলনা করা যেতে পারে ভারতীয় বোলিংকে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...