আবারও বর্ষসেরা সুনীল ছেত্রী। গত মঙ্গলবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পুরস্কার প্রদর্শনী অনুষ্ঠান হয় দিল্লিতে।সেখানেই ষষ্ঠবারের জন্য বর্ষসেরার খেতাব তুলে দেওয়া হয় ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এর আগে তিনি ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪ ও ২০১৭ সালে পেয়েছেন এই পুরস্কার। চলতি ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে ২ গোল করে আন্তর্জাতিক গোল সংগ্রাহকের লিস্টে মেসিকে ছাপিয়ে গেলেন সুনীল ছেত্রী। প্রথম স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ভারতের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলা অধিনায়ক সুনীল ছেত্রী পুরস্কারটি পেয়ে তিনি জানান, যেহেতু এটি আইলিগ ও আইএসএল এর প্রতিটি ক্লাবের কোচেদের ভোটে নির্বাচন হয়েছে, তাই এই পুরস্কার তাঁর কাছে অত্যন্তই স্পেশাল। আমি আমার ক্লাবের কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড় ও জাতীয় দলের সকল সদস্যের কাছে কৃতজ্ঞ এবং সমর্থকদের ভালোবাসা, সমর্থন ও সম্মান পেয়ে তিনি আপ্লুত।
এছাড়া মহিলা ফুটবলে বর্ষসেরার খেতাব পেয়েছেন আশালতা দেবী। সেরা উঠতি খেলোয়াড়দের পুরুষ বিভাগে পুরস্কার পেলেন কেরালা ব্লাস্টার্সের সাহাল আব্দুল সামাদ, যার জাতীয় দলে অভিষেক সদ্য শেষ হওয়া কিংস কাপে হয়েছে। মহিলাদের সেরা উঠতি খেলোয়াড় হিসেবে নির্বাচিত হলেন ডাংমেই গ্রেস।
পাশাপাশি সেরা গ্রাসরুট ডেভেলপমেন্ট প্রোগ্রামের পুরস্কার দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের ফুটবল ফেডারেশনকে। এই মরশুমের সেরা রেফারি হিসেবে পুরস্কৃত করা হয়েছে তামিলনাড়ুর আর ভেঙ্কটেশ।