বর্তমান ভারতীয় ফুটবল যদি কোনও নক্ষত্র পেয়ে থাকে তাহলে তিনি হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আন্তর্জাতিক দরবারে সর্বচ্চ গোলদাতাদের মধ্যে দ্বিতীয় স্থানেই আছেন তিনি। প্রথমে আছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভারতের অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন তিনি। ভারতের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও আছে তার।তবে এবার জীবনের এক নতুন ইনিংস শুরু করত চলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা পুমার সাথে তিন বছরের চুক্তি স্বাক্ষর করলেন তিনি। ফরাসী তারকা অ্যন্টয়েন গ্রিজম্যান, বেলজিয়াম স্টাইকার রমেলু লুকাকু, উরুগুয়ান তারকা লুই সুয়ারেজ ও আর্জেন্টাইন ফুটবলার সার্জিও অ্যাগুয়েরোর পাশাপশি নাম উঠল ছেত্রীর-ও।
একজন ক্রীড়াবিদের প্রতি নিয়ত নিজেকে আরও শক্তিশালী, আরও দ্রুত আরও ভালো করে তোলার অবিরাম চেষ্টাকে সম্মান জানিয়ে পুমা দেশের সেরা অ্যাথলিটদের সাহায্যে এগিয়ে এসেছে। এর আগে পুমার সাথে চুক্তিতে ছিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, বক্সার মেরি কম, অ্যাথলেট দ্যুতি চান্দ সহ বহু ভারতীয় ক্রীড়াবিদ। তাই এই তালিকায় সামিল হতে পেরে যথেষ্ট উচ্ছ্বসিত সুনীল ছেত্রী।