১২৩ কোটি মানুষের ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে পৃথিবীর প্রায় সব খেলাই হয় কিন্তু ক্রিকেটের মত খ্যাতি তেমন ভাবে কোনো খেলাতে নেই। তবে ভারতীয় ফুটবল দলের খ্যাতি না হলেও, ফুটবল ভারতের প্রিয় খেলার মধ্যে একটি। তবে বিগত কয়েক বছর ধরে জাতীয় ফুটবল কিছুটা প্রাধান্য পেয়েছে। আর জাতীয় দলকে এই জনপ্রীয়তা এনে দিয়েছে অধিনায়ক সুনীল ছেত্রী।
ভারতীয় ফুটবলের অন্যতম কান্ডারী যার আন্তর্জাতিক স্তরে অনেক গোল আছে। সম্প্রতি ইন্টার কন্টিনেন্টাল কাপে তার পার্ফরমেন্স ভারতীয় ফুটবল দলকে একটি আলাদা মাত্রা এনে দিয়েছে। জাতীয় দলের এই পার্ফরম্যান্স দেশবাসীর মনে ভারতীয় ফুটবলের কাছ থেকে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। ১৯৫০ সালে ভারতীয় ফুটবলের যে সূর্য অস্ত চলে গিয়েছিল সেই সূর্যের উষার আলোয় নতুন করে স্বপ্ন দেখছে ভারতবাসী সুনীল ছেত্রীর হাত ধরে। ১৯৮৪ সালে আজকের দিনেই জন্মগ্রহন করেছিলেন ভারতের এই তারকা ফুটবলার।
সুনীল ছেত্রীর জন্মদিনে জিয়ো বাংলার তরফ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।