ইন্টারকন্টিনেন্টাল কাপে জয়ের ধারা অব্যাহত ভারতের। চায়না তাইপেই -এর পর এবার কেনিয়া। সোমবার মুম্বাইয়ে কেনিয়া কে ৩-০ গোলে হারিয়ে আপাতত স্থিতিশীল জায়গায় ভারত। প্রথম আর্ধের শুরুতে আগ্রাসি মোনোভাব নিয়ে মাঠে কেনিয়া, একের একের পর অ্যাটাক করে ব্যাতিব্যাস্ত করে ফেলে ভারতীয় ডিফেন্সকে । অনেক সুযোগ পেলেও কাজে লাগাতে পারে নি কেনিয়া। অ্যাটাক ভাল হলেও ফিনিস করতে পারছিল না তারা। গোলশুন্য শেষ হয় প্রথম আর্ধ। দ্বিতীয় আর্ধের শুরুতে নকশায় বদলে যায় ম্যাচের। ভারতের একের পর অ্যাটাক সামলে উঠতে পারছিল না কেনিয়া।৬৫ মিনিটের মাথায় সুনিল ছেত্রীকে ফাউল করে বসে কেনিয়ার ডিফেন্ডার। পেনাল্টি পায় ভারত। ৬৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সুনিল ছেত্রীর করা গোলে এগিয়ে যায় ভারত। সমতা ফেরানোর অনেক চেষ্টা করে কেনিয়া কিন্তু লাভ হয় নি। ৭১ মিনিটের মাথায় জেজে লালপেকলুয়ার করা গোলে আরো এগিয়ে যায় ভারত। অতিরিক্ত সময়ের ৯১ মিনিটের মাথায় ছেত্রীর করা দ্বিতীয় গোল কেনিয়ার কফিনে শেষ পেরেকটি পুতে দেয় ভারত।
পরর্বতী ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।