Sunidhi Chauhan Live: এই প্রথম কলকাতায় সুনিধি, তাঁর গানের সুরে ভাসলেন কলকাতাবাসী

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। ‘ক্রেজ়ি কিয়া রে’, ‘মুঝসে সাদি কারোগি’, ‘দেশি গার্লস’ ইত্যাদি নানা হিট গান তাঁর দখলে। তবে রেকর্ডিং শুনে শ্রোতারা তাঁর গানে মাতোয়ারা হলেও কলকাতাবাসী কখনও লাইভ কনসার্টে তার গান শোনেনি। এবার ক্রিসমাসের ঠিক আগের রাতে মঞ্চ মাতালেন তিনি। তাঁর গানের সুরে ঘুম উড়ল গোটা কলকাতার।

 

হাইলাইটসঃ
১। কলকাতা ভাসল সুনিধি চৌহানের গানে
২। বড়দিনের আগের রাতে কলকাতায় কনসার্ট ছিল তাঁর
৩। এই প্রথম কলকাতায় সুনিধি

 

পরনে হাঁটু ঝুলের ‘লেদার ফিনিশ’ কালো স্কার্ট, গায়ে কালো-সাদা সিক্যুইনের টপ। খোলা চুলে তিনি গেয়ে উঠলেন ‘ক্রেজ়ি কিয়া রে’। অমনি বদলে গেল কোলাহল। তুমুল চিৎকারের সাথে কলকাতাবাসী স্বাগত জানালেন তাকে। আর গায়িকাও বলে উঠলেন, “সবাই তৈরি তো?”

এর আগে কোনোদিন কলকাতা আসেননি সুনিধি। তাই এই শহরের কাছে তাঁর জনপ্রিয়তা জানা ছিল না । কিন্তু দীর্ঘ সময়ের এই অনুষ্ঠানে গায়িকা ঠিক যেমন ভাবে তাঁর গানের সুরে মুগ্ধ করেছেন শ্রোতাদের, তারাও ফিরিয়ে দিয়েছে ভালোবাসা। সোল্লাসে প্রত্যুত্তর দিয়েছেন শহরবাসী, “আমরা তোমাকে ভালবাসি।”

তবে দর্শকের উন্মাদনা যখন তুঙ্গে, মঞ্চে হঠাৎ হাজির বলি অভিনেত্রী সান্য মলহোত্র। তাঁর আচমকা উপস্থিতিতে প্রথমে থমকে গেলেও তারপর সোল্লাসে অভিনেত্রীকে আপন করে নেন দর্শকরা। পরে সুনিধির গানের তালে পা-ও মেলালেন সান্য।

এরপর একের পর এক সুরের ঝড় ওঠে মঞ্চে। সুনিধির গানে ক্রিসমাসের আগের রাতে সুরের সাগরে ভাসেন গানপ্রেমী দর্শকরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...