ইচ্ছে থাকলে কী কী না করা যায়। একদিকে যেমন চাঁদে চন্দ্রযান পাঠানো যায় তেমন কফি থেকে সানগ্লাসও বানানো যায়। নিশ্চই ভাবছেন কী আবোলতাবোল বলছি? না, একেবারেই না। কফির আবর্জ্জনা থেকে সানগ্লাস তৈরি করে সত্যিই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে ইউক্রেনের এক চশমার দোকান।
কফির বর্জ্য থেকে আসবাব, প্রিন্টিংয়ের কালি এমনকি কাপ তৈরির ঘটনা নতুন কিছু নয়। এতকিছু যখন তৈরি হয়েই গেছে তাহলে সানগ্লাস কেনো হবে না? এই প্রশ্নটিই ঘুরছিল সেই চশমার দোকানের কর্ণধারের মাথায়। যেমন ভাবা তেমন কাজ। সব কাজ ফেলে উনি শুরু করে দিলেন নানা পরীক্ষানিরীক্ষা। শুধু পরীক্ষা করেই ক্ষান্ত হননি তিনি। ইতিমধ্যে তিনি বানিয়েও ফেলেছেন তার মনের মতো রকমারি সানগ্লাস।
পরিবেশবান্ধব সানগ্লাস বানানোর ইচ্ছে তার বহুদিনের। এর আগে নানারকম হার্ব যেমন, পুদিনা, পার্সলে এবং এলাচ দিয়ে সানগ্লাস বানানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সবক্ষেত্রেই বিফল হতে হয় তাকে। অবশেষে তার সহায় হয়ে দেখা দেয় কফি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তারাই বিশ্বের প্রথম কোম্পানি যাদের তৈরি করা সানগ্লাস থেকে পাওয়া যাবে টাটকা কফির গন্ধ। কফির রঙের এই সানগ্লাসগুলির দাম আপাতত ধার্য করা হয়েছে মাত্র ৭৮ ডলার। বেশ অভিনব প্রচেষ্টা এই কোম্পানির। যদিও ঘুম পেলে এই সানগ্লাস ঘুম তাড়াতে সক্ষম কিনা তা জানানো হয়নি কোম্পানির পক্ষ থেকে।