গুগলের সঙ্গে অ্যালফাবেটেরও দায়িত্ব সামলাবেন সুন্দর পিচাই

 

অ্যালফাবেটের দায়িত্ব পেলেন ভারতের সুন্দর পিচাই। সংস্থার প্রধান হিসেবে ২১ বছর দায়িত্ব সামলানোর পর ল্যারি পেজ এবং প্রেসিডেন্ট সার্গেই ব্রিন অবসর নিচ্ছেন। তাই গুগলের পাশাপাশি এবার থেকে অ্যালফাবেটের দায়িত্বও দেওয়া হল সুন্দর পিচাইয়ের হাতে। ওয়েব সার্চ জায়ান্টের পেরেন্ট সংস্থার প্রধান হিসেবে পিচাই কীভাবে দায়িত্ব সামলান, তা এখন দেখবেন প্রত্যেকেই।

                 মঙ্গলবার পেজ ও ব্রিন নিজেদের ব্লগ পোস্টে ঘোষণা করেন, দীর্ঘদিন ধরে কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকার পর এবারে গর্বিত পিতা-মাতার ভূমিকা পালন করার সময় এসেছে। তবে ওয়েব সার্চের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারের উন্নতির ব্যাপারে জোর দিয়েছেন পেজ, ব্রিন ও পিচাই। দীর্ঘদিনের প্রজেক্ট লিডার পিচাই অনেক আগে থেকেই বিশ্বজুড়ে এই প্রযুক্তির ব্যবহার ত্বরান্বিত করার চেষ্টা করছেন। যদিও সর্বসমক্ষে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন পেজ ও ব্রিন তবু এখনও কোম্পানির ৫১% শেয়ার রয়েছে পেজ এবং ব্রিনের অধীনে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত পেজের দখলে ছিল অ্যালফাবেটের ভোটিং ক্ষমতার ২৬%, ব্রিনের ছিল ২৫.২৫% এবং পিচাইয়ের ছিল ১%-এরও কম।

                  ২০১৫ সালে জন্ম হয়েছিল অ্যালফাবেটের। সুন্দর পিচাই হয়েছিলেন গুগলের সিইও। গুগল ঘোষণা করেছিল, তার প্রতিটি সংস্থাই চলে আসবে অ্যালফাবেটের অধীনে। স্টক এক্সচেঞ্জেও গুগলের নাম বদলে যাবে। গুগল প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনের অধীনে থাকা অ্যালফাবেটের প্রধান শাখা হবে গুগল। যার আওতায় থাকবে অ্যান্ড্রয়েড, সার্চ, অ্যাড, ইউটিউব, ম্যাপ প্রভৃতি। উল্লেখ্য, আরও একবার ২০০১ সালে দায়িত্ব ছেড়েছিলেন ল্যারি পেজ। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল এরিক স্কমিডিটকে। ১০ বছর পর আবার ল্যারি ফিরে এসেছিলেন। অ্যালফাবেটের অধীনে আছে গুগল এক্স, নেস্ট, গুগল ফাইবার, ক্যালিকো, লাইফ সায়েন্সস্বয়ংক্রিয় গাড়ি, ইন্টারনেট বেলুন, ডেলিভারি ড্রোন-এর মতো ব্যবসাগুলি দেখে গুগল এক্স। স্মার্ট থার্মোস্ট্যাট-এর ব্যবসা দেখে নেস্ট। ব্রডব্যান্ড পরিষেবার ব্যবসা দেখে গুগল ফাইবার। এখন থেকে এই সবকিছুই সামলাবেন সুন্দর

                          ২০০৪ সাল থেকে ভারতীয় এই প্রযুক্তিবিদ গুগলের দায়িত্বভার সামলাচ্ছেন। তিনি নিজের ট্যুইটারে নতুন এই দায়িত্বভার দেওয়ার জন্য ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন-কে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপশি পিচাই জানিয়েছেন, চিনের বাজার এখন সবথেকে চ্যালেঞ্জিং| বাইট ড্যান্স-এর টিক টক সারা দুনিয়া চেয়ে গেছে| কাজেই প্রতিযোগিতায় গুগলকে এগিয়ে রাখাই এখন সবার আগে প্রয়োজন| 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...