চলে গেল ‘ইমান’

ভারতের পর এবার মালায়শিয়ার মানচিত্র থেকে মুছে গেল সুমাত্রান গন্ডারের অস্থিত্ব। সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হল মালায়শিয়ার শেষ সুমাত্রান গন্ডার, ইমানের। ১৯৬৭ সালে চোরা শিকারীর দাপটে ভারতের বুক থেকে বিলুপ্ত হয়ে যায় এই প্রাণী, এবার মালায়শিয়ার বুক থেকেও বিলুপ্ত হয়ে গেল তারা।

গোটা বিশ্বে মোট পাঁচ প্রজাতির গন্ডার আছে, যথা- কালো গন্ডার, শ্বেত গন্ডার, এক শৃঙ্গেও গন্ডার, জাভান গন্ডার ও সুমাত্রান গন্ডার। আর বাকি চারটি প্রজাতির থেকে আকারে আয়োতনে ছোট হয় সুমাত্রান গন্ডার। ইমানের মৃত্যুর সাথে সাথে, গোটা বিশ্বে আর মাত্র ৮০টি সুমাত্রান গন্ডার বেঁচে আছে। যাদের দেখতে পাওয়া যায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। 

ইমানের মৃত্যুর সঙ্গে সঙ্গে আইইউসিএন-র তরফ থেকে সঙ্কটাপন্ন প্রাণীর তকমা দেওয়া হয় সুমাত্রান গন্ডার প্রজাতিকে। ‘ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড’, ‘ন্যাশনাল জিওগ্রফিক সোসাইটি’, ‘গ্লোবাল ওয়াইল্ড লাইফ কনসারভেশন’ ও ‘ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশনের’ সহযোগীতায় ‘আইইউসিএন’-এর পক্ষ থেকে যথাযথ চেষ্টা করা হচ্ছে এই বিলুপ্ত প্রায় গন্ডার প্রজাতিকে নতুন করে পৃথিবীর বুকে ফিরেয়ে আনার। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...