ভোটের ফলাফল আসার আগেই বড় ঘোষণা করল বলিউড। এবার সিনেমার পর্দায় আসতে চলেছে দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, সুকুমার সেনের জীবনী।
জানা গিয়েছে ট্রিকিটেনমেন্ট মিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি তৈরি করছেন সিদ্ধার্থ রয় কাপুর। সোমবার আনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণা করলেন সিদ্ধার্থ।
সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন যে বলিউডের পর্দায় এর আগে অনেক ধরণের বায়োপিক দেখা গিয়েছে। কখনও সেটা গায়ক আবার কখনও সেটা নায়ক, আবার কখনও কোনও খেলার জগতের কেউ। তবে, এই বায়োপিকে বাকি সমস্ত ছবি থেকে হবে অনেকটাই আলাদা। সুকুমার সেন জাতীয় নায়ক। দেশে তিনিই গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম কারিগর। ফলে, তাঁর জীবন কাহিনি সকলের জানা উচিত। সুকুমার সেনের হাত ধরে দেশের রাজনীতির মানচিত্র পাওয়া সম্ভব বলেই মনে করছেন তিনি। আর তাই তাঁর গল্প বলা খুব প্রয়োজন ছিল। এছাড়া সিদ্ধার্থের মতে নতুন প্রজন্মের জানা উচিত সুকুমার সেনের জীবনের গল্প।
তবে বলিউডের এই ছবিতে, সুকুমার সেনের চরিত্রে কাকে দেখা যাবে? এই বিষয়ে সিদ্ধার্থ জানিয়েছেন যে এখনও পর্যন্ত এই ছবিতে কারা অভিনয় করবেন সেটা ঠিক হয়নি। তবে, তিনি জানিয়েছেন যে তাঁর নজরে রয়েছেন আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওয়ের মতন তাবড় তাবড় অভিনেতারা। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি।
তিনি আরও জানিয়েছেন যে অভিনেতা নির্বাচন করা হয়ে গেলেই চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং।
সুকুমার সেনের বায়োপিক তৈরির কথা প্রকাশ্যে আসতেই তাঁর পৌত্র সঞ্জীব সেন ও দেবদত্ত সেন প্রযোজকদের শুভেচ্ছা জানিয়েছেন।