উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুযোগ্য পুত্র ও বিশ্বখ্যাত চিত্রপরিচালক সত্যজিত রায়ের পিতা তথা প্রাবন্ধিক, হাস্যরসাত্মক রচনাকার, গল্পকার, নাট্যকার, সম্পাদক, শিশু সাহিত্যিক ও সর্বপরিবাংলা সাহিত্য জগতে ‘ননসেন্সরাইমের’ অন্যতম প্রবর্তক সাহিত্যিক সুকুমার রায়ের আজ ৯৬তম মৃত্যু বার্ষিকী| যিনি ‘পাগলাদাশু’ ‘আবোলতাবোল’ ‘হ-য-ব-র-ল’ সৃষ্টিকর্তা| বিশ্ব সাহিত্যে যিনি সর্ব যুগের ব্যাঙ্গাত্মক শিশু সাহিত্যের অন্যতম সৃস্টি কর্তা বলে বিবেচিত হন|তাঁর জন্ম বাঙালি নবজাগরণের স্বর্ণযুগে| তাঁর স্বল্প পরিধির জীবনেও তিনি সৃষ্টি করে গেছেন অসাধারন কিছু রচনা| তাঁর মৃত্যুর প্রায় নয় দশক কেটে যাওয়ার পরেও প্রজন্মের পর প্রজন্ম আমরা রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়ার গল্প পড়ি,পড়ি সৎপাত্র বাহুকো মুখো হ্যাংলা-রছড়া, কিংবা পাগলদাশুর গল্প| শিশু সাহিত্যের বাইরেও তিনি ছিলেন আলাদা ভাবে ব্রাহ্মসমাজের সংস্কারপন্থী এক তরুণ নেতা| ছোটদের মধ্যে ব্রাহ্মসমাজের মতাদর্শকে উপস্থাপিত করার জন্য ‘অতীতের কথা ‘নাম এক কাব্য রচনা করেন| কিন্তু এসবের মধ্যেই ঘটে ছন্দপতন| ১৯২৩ সালের ১০ই সেপ্টেম্বর স্ত্রী ও একমাত্র পুত্র সত্যজিত রায়কে রেখে মাত্র ৩৭ বছর বয়সে কালাজ্বরে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়| আজ সেই দিন| তাঁর মৃত্যুবার্ষিকীতে জিয়ো বাংলার তরফ থেকে রইলো শ্রাদ্ধাঞ্জলি।