এ এক ভারি আজব দেশ ---
আবলতাবলের দেশে রাজা-মন্ত্রী আছেন বেশ, এখানে দেখা মেলে রামগরুরের ছানা, পাগলা দাশুর, এই সব চরিত্রের ঠিকানা এক মাত্র বোধ হয় মেলে শিশু সাহিত্যিক সুকুমার রায়ের রচনায়। যার দেওয়া ঠিকানায় ভর করে শিশুরা পাড়ি দেয় এক আজব দেশে। এই বাঙালি শিশু সাহিত্যিক ঋদ্ধ করেছেন প্রজন্মের পর প্রজন্মের শিশু-কিশোরদের। এখনকার প্রজন্ম সুকুমার সমগ্রের সাথে কতটা পরিচিত তা বলা কঠিন। তবে একথা অনস্বিকার্য যে শরীরকে কর্মদক্ষ রাখতে সুষম খাদ্যের মতই মনকে সুন্দর সজীব রাখাও প্রয়োজন। বাঁধাধরা ছকের মধ্যে কল্পনা-জগতের স্বপ্নময়তা ও অনাবিল হাস্যরস আমাদের সে প্রয়োজন কিছুটা হলেও মেটায়। খেয়াল রসের অফুরন্ত ভাণ্ডার সুকুমার রায় তাই চিরকালই প্রাসঙ্গিক। তিনি হলেন, বাংলা সাহিত্যের ক্ষণজন্মা লেখক। তাই আজ তাঁর ১৩২ তম জন্মদিনে জিয়ো বাংলার পক্ষ থেকে রইল সশ্রদ্ধ প্রনাম।