কলাকুঞ্জে সোলো সুগত মার্জিত

সুগত মার্জিত। তিনি আর সকলের কাছে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেও, সঙ্গীতরসিকের কাছে তিনি কেবল একজন গুণী ক্লাসিক্যাল সঙ্গীতশিল্পী। লাস্ট কুড়ি বছর ধরে একশোর বেশি ইন্টারন্যাশন্যাল মিউজিক কনফারেন্সে তিনি পার্টিসিপেট করেছেন, দেশে করেছেন আরও বেশি। সবচেয়ে বেশি খ্যাতি তাঁর খেয়াল গানে। ছোট থেকেই অনেক বিখ্যাত ওস্তাদ-পন্ডিতের সান্নিধ্যে হিন্দুস্তানী ক্লাসিক্যাল সঙ্গীতে দীক্ষা নেবার সৌভাগ্য তাঁর হয়েছে। রঙ্গিলা ঘরানার তালিম পেয়েছেন সঙ্গীতাচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের সুযোগ্য শিষ্য কৃষ্ণচন্দ্র ব্যানার্জি এবং উস্তাদ বাদল খাঁ সাহেবের কাছে। ভিন্ডিবাজার ঘরানার তালিম পেয়েছেন প্রখ্যাত পন্ডিত টি. ডি জানোরিকর-এর কাছে।

  সেই পরম্পরার সূত্র ধরেই ক্লাসিক্যাল সঙ্গীতের দুই মায়েস্ত্রো সঙ্গীতাচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায় এবং জয়পুর সেমি ঘরানার উস্তাদ মুস্তাক আলি খাঁ সাহেবের প্রতি কলামন্দিরের কলাকুঞ্জে রাগসঙ্গীতের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবেন সুগতবাবু। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ঊর্মিমালা বসু। ১৩ জানুয়ারি, সন্ধ্যে ৬ টায় ‘ছায়া কালচারাল সোসাইটি’ আয়োজিত এই অনুষ্ঠানে রয়েছে সকলের আমন্ত্রণ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...