দর্শক দরবারে হাজির 'সুফিয়ানা সিজন টু'

 

'সুফিয়ানা সিজন ওয়ান'-এর শেষে সুফির জীবন কোনদিকে এগোবে তা নিয়ে দর্শক বেশ চিন্তিত ছিলেন। চিন্তার অবসান ঘটল ২৮ জুন। কারণ দর্শক দরবারে ওই দিন থেকেই হাজির 'সুফিয়ানা সিজন টু' ১৯৭১ সাল। নকশাল আন্দোলনে জ্বলছে সারা কলকাতা। কত প্রাণ হচ্ছে বলিদান। কত রক্ত বইছে প্রতিদিন! লাশের সংখ্যা তো গোনার উপায় নেই। এরই মাঝে কলকাতা শহরের বিখ্যাত গায়িকা সুফি সাইদা খান আর এসিপি অপ্রতিম সেনের মধ্যে গড়ে ওঠে প্রেম প্রণয়ের সম্পর্ক। নকশাল আন্দোলন দমনের গুরুভার পড়ে অপ্রতিমের উপর। ওদিকে আন্দোলনের অন্যতম নেতা নৈঋত বন্দ্যোপাধ্যায় সরকারের চোখের কাঁটা হয়ে ওঠে। সুফির মন কাড়ে নৈঋত। অপ্রতিম আর সুফির ভালবাসা পরিণতি পাওয়ার দিকে এগোতে শুরু করলে নৈঋতের জন্য মন কাঁদে সুফির। কী হবে এরপরে? নৈঋত নাকি অপ্রতিম- কার হাত শেষ পর্যন্ত ধরবে সুফি? জানা যাবে সিজন টু তে।

'সুফিয়ানা সিজন টু' তে শুধু বিপ্লব, রক্ত, খুন আর লাশের ভিড় নয়, আছে ত্রিকোণ ভালবাসার সম্পর্কের অনুরণন। প্রেমটাও বিপ্লবের মতোই দামী। সুফি, অপ্রতিম এবং নৈঋত কি প্রমাণ করতে পারবে সেই কথা?...

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তথাগত চৌধুরী, শাঁওলি চট্টোপাধ্যায়, অর্ণ মুখার্জি, তমালি চৌধুরী সহ আরও অনেকে। কাহিনি ঋদ্ধি বড়ুয়ার। চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনার দিকটি সামলেছেন অভিনন্দন দত্ত। রিসার্চ করেছেন অভিনন্দন দত্ত, ঋদ্ধি বড়ুয়া, অভ্র চক্রবর্তী। সঙ্গীত পরিচালনায় শান্তদীপ চট্টোপাধ্যায়। সুফির জন্য গান গেয়েছেন জয়তী চক্রবর্তী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...