২৪ জুলাই থেকে শুটিং শুরু হল ‘এন আইডিয়াস ক্রিয়েশন্স অ্যান্ড প্রোডাকশন্স’-এর নতুন ওয়েব সিরিজ ‘ডাব চিংড়ি’র। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় আসছে এই ছবি। তবে, বড় পর্দায় নয়। আসছে ওয়েব প্ল্যাটফর্মে। আর মুখ্য চরিত্রে কে জানেন? সন্ধ্যা রায়। ‘মনোজদের অদ্ভুত বাড়ি’র পরে এক বছরের বিরতি নিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। এরপর এই ‘ডাব চিংড়ি’। পরিচালনায় রয়েছেন সুদীপ দাস।
প্রসঙ্গত, এই পুজোতে চারটি ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ আনতে চলেছে জি ফাইভ। তার মধ্যে তিনটি হল দেবারতি গুপ্ত পরিচালিত ‘ফিল্টার কফি লিকার চা’, অদিতি রায়ের ‘দাওয়াত-এ বিরিয়ানী’, সুদীপ দাসের পরিচালনায় ‘ডাব চিংড়ি’।
তিনটি গল্পেরই কেন্দ্রে রয়েছে ‘ফুড অন্থলজি’। ক্যামেরা পুজো করে শুরু হল ‘ডাব চিংড়ি’ ছবির শুটিং। এই পুজোতেই ডাব চিংড়ি খাবেন বাঙালি দর্শক। শুটিং শুরু হয়েছে ‘ফিল্টার কফি লিকার চা’-এরও। ছবিগুলিতে থাকবে প্রেম, রোম্যান্টিক কমেডি, বৃদ্ধাবাসে বসসবাসকারী মানুষদের স্মৃতি রোমন্থন।
সন্ধ্যা রায় ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, রূপসা গুহ এমনকী ঊষা উত্থুপকেও।