বিদেশের মাটিতে দেশের পুরস্কার

উড়িষ্যা তথা ভারতের বিখ্যাত বালি ভাস্কর সুদর্শন পট্টনায়ক বিদেশের পুরস্কার জিতে দেশকে গৌরবান্বিত করলেন। সম্প্রতি বস্টনে বিশ্বের বালি শিল্পীদের প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। সুদর্শনের থিম ছিল 'সমুদ্র বাঁচাও, প্লাস্টিক দূষণ হটাও' রিভার বিচ ইন্টারন্যাশনাল স্যান্ড স্কাল্পটিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল ম্যাসাচুসেটস-এর বস্টন-এ। গোটা বিশ্ব থেকে মোট ১৫জন কে বেছে নেওয়া হয়েছিল এই উৎসবের জন্য। ফেস্টিভ্যালটি আয়োজিত হয়েছিল ২৬-২৮ জুলাই।

              উক্ত ফেস্টিভ্যাল-এ সুদর্শন পট্টনায়ক পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। বলাই বাহুল্য, এই পুরস্কারের মাধ্যমে তিনি সারা দেশ তথা বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছেন।  জনপ্রিয় এই ফেস্টিভ্যালে বহু ভারতীয় এসেছিলেন বিভিন্ন বালি কারুকার্য দেখতে। সুদর্শনের অপরূপ সুন্দর শিল্প সকলেরই যথেষ্ট পছন্দ হয়েছিল। হাজারেরও বেশি উপস্থিত দর্শক, ভোট দিয়েছিলেন সুদর্শনকে। বিশেষত তাঁর থিমটি সকলের খুব পছন্দ হয়েছিল।

           'সমুদ্রে মৃত একটি মাছ ও কচ্ছপ ভেসে এসেছে। যাদের পেট থেকে প্লাস্টিক, হাওয়াই চটি, বোতল, গ্লাস ইত্যাদি বেরোচ্ছে। আবার সেই মাছের লেজটি রয়েছে একটি মানুষের মুখে'-এই ভাবেই তিনি তাঁর ভাবনা 'সমুদ্র বাঁচাও প্লাস্টিক দূষণ হটাও' ফুটিয়ে তুলেছেন। চক্রাকারে যেভাবে প্লাস্টিক দূষণ সামুদ্রিক প্রাণীর ক্ষতি করতে করতে পরিশেষে মানুষেরই ক্ষতি করে ফেলছে, সেই ভাবনাই বালিতে ফুটিয়ে তুলেছেন তিনি। বস্টনের বিচ সেদিন ঝলমল করছিল ভারতীয় পতাকায়। মঞ্চে পুরস্কার নিতে ওঠার সময় করতালিতে ফেটে পড়েছিল সেই অঞ্চল। এককথায় সুদর্শন এই পুরস্কার এবং পরিবেশ পেয়ে আপ্লুত, এমনটাই জানালেন। একটি এনজিও সংস্থার উদ্যোগে আয়োজিত এই উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয়। বিশ্বের যথেষ্ট নামি এই উৎসবে নামকরা বালি শিল্পীরা অংশগ্রহন করেন। ভারত তথা সমগ্র এশিয়া থেকে এ বছর প্রতিনিধিত্ব করেছিলেন সুদর্শন পট্টনায়ক।

       আমেরিকায় ভারতীয় কনসুলেট সন্দীপ চক্রবর্তী নিজের দেশের শিল্পী এ হেন পুরস্কার জেতায় উচ্ছসিত। তিনি জানান, বিশ্বের অন্যতম আভিজাত্যপূর্ণ এই ফেস্টিভ্যালে সুদর্শনের পুরস্কার পাওয়া দেশের  জন্য সত্যিই গর্বের। সুদর্শনের থিম যে বর্তমান পরিস্থিতির ভিত্তিতে যথেষ্ট প্রাসঙ্গিক সেকথাও জানান সন্দীপ।

               

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...