রং খেলায় মাতলেন সুচন্দ্রা বানিয়া

রাত ফুরোলেই অচেনা হয়ে উঠবেন সকলে। রং মেখে নিজের আদলে আসবে পরিবর্তন। যদিও রং খেলা শুরু হয়ে গিয়েছে দিন চারেক আগে থেকেই। স্কুলে, কলেজে, অফিসে, শুটিং ফ্লোরে কোথাওই রং খেলায় আজ আর বারণ নেই। আর বারণ করলেই বা শুনছে কে বলুন তো? অভিনেত্রীরাও নিজেদের উদ্যোগে আয়োজন করছেন রং খেলা। এক এক জনের খেলার ধরন আবার এক এক রকম। কেউ খেলছেন আবির, কেউ রং, কেউ বা সেলেব সমাবেশে করছেন রং পার্টি। কেউ বা রং খেলছেন অসহায় শিশু কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে।

এই যেমন ধরুন, সুচন্দ্রা বানিয়া। তাঁর রং খেলা সারা হয়ে গিয়েছে দোলের দুদিন আগেই। এক্কেবারে অন্য আঙ্গিকে রং খেললেন তিনি। নেই কোনও সেলেবের ভিড়, নেই কোনও আতিশয্য, নেই কোনও আড়ম্বর, নেই কোনও বাড়াবাড়ি। যা আছে তা হল নির্ভেজাল আন্তরিকতা।

গতকালই পথ শিশুদের সঙ্গে রং খেলায় মেতে উঠলেন অভিনেত্রী। শুধু পথ শিশুই নয়, দারিদ্রসীমার নীচে বসবাসকারী একঝাঁক শিশুর সঙ্গে রং শেয়ার করলেন সদা হাস্যময়ী অভিনেত্রী সুচন্দ্রা। খুদেরাও বেজায় খুশি অভিনেত্রীকে পাশে পেয়ে। তারা কেউ জানেও না, এই নতুন মানুষটি আসলে কে? কিন্তু আজ তারা খুশি সেই নতুন মানুষটির সান্নিধ্যে এসে। এভাবে কেউ আদর করে কখনও তাদের রং মাখায় না, রং মাখার পর আহারাদিও দেয়না। এবারের দোলটা তাই তাদের কাছে একেবারে অন্যরকম। দোলের প্রাক্কালেই রং মেখে অন্যরকম আনন্দে মেতে উঠেছিল শিশুরা। আর ওদের সঙ্গে সময় কাটিয়ে বেশ খুশি সুচন্দ্রা বানিয়াও।  

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...