চন্দ্রায়ন-২ পাড়ি দিল চাঁদে

অপেক্ষার অবসান। শ্রীহরিকোটা থেকে অবশেষে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল চন্দ্রায়ন-২। আজ ঠিক দুপুর ২টো বেজে ৪৩ মিনিটে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে জিএসএলভি মার্ক ৩ অর্থাৎ বাহুবলী (৩,২৯০ কেজি ওজন বিশিষ্ট) তে চড়ে চাঁদের উদেশ্যে রওয়না দিল চন্দ্রযান-২। ইসরোর চেয়ারম্যান কে শিভন জানিয়েছেন, আজকের উৎক্ষেপণ সফল। এখন শুধু চাঁদে পৌঁছনর অপেক্ষা। ভারতীয় মহাকাশ গবেষণা ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলে গেল। কারন এই যান প্রথম চাঁদের মাটিতে দক্ষিণ মেরুতে সফ্ট ল্যান্ডিং করবে, যা এর আগে কখনও হয়নি। তাই বিজ্ঞানীদের মধ্যে ছিল যথেষ্ট উৎকণ্ঠা। স্বভাবতই ইসরোর পাশাপাশি অন্তরীক্ষে চোখ রেখে প্রতীক্ষায় ছিল নাসা, ঈসা, জাক্সা-র মত বিশ্বের স্বনামধন্য মহাকাশ গবেষণা সংস্থাগুলিও।

 

    ৩,৮৪,০০০ কিমি পথ অতিক্রম করে চন্দ্রায়ন-২ চাঁদে পৌঁছবে ৪৮ তম দিনে। সেখানে 'বিক্রম' চাঁদের মাটিতে নেমে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা করে আবার ফেরত আসবে।

 

      চন্দ্রায়ন-২-এর  সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ইসরো কে  শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...