নিজের লক্ষ্যের প্রতি দৃঢ়তা ও পরিশ্রমের প্রতিশ্রুতি থাকলেই যেকোন সাফল্য অর্জন করা যায়। এই কথাই প্রমাণ করেছে নয়ডার বছর আঠারোর সানি কুমার। অভাবের সংসারে বড়ো হয়েছে সানি, নিজের খরচ নিজেকেই উপার্জন করে নিতে হয়েছে। কিন্তু এসব বাঁধা পেরিয়েও সাফল্যর চূড়া ছুঁয়েছে সে। সর্বভারতীয় স্তরে অন্যতম প্রধান পরীক্ষা নিট পাশ করেছে সানি।
সানির মা দিনমজুর। সানি নিজে একটা ছোট্ট দোকানে সিঙ্গারা বিক্রি করে। আর সারাদিন এমনভাবে পরিশ্রম করেই যেটুকু সময় সে নিজের জন্য পেয়েছে, নিজের স্বপ্ন সফল করার কাজে লাগিয়েছে। নিট পরীক্ষায় মোট ৭২০ নম্বরের মধ্যে ৬৬৪ পেয়েছে সানি। তার এই সাফল্যে গর্বিত তার মা।
সম্প্রতি অলখ পাণ্ডের ফিজিক্সওয়ালার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে দেখা যায় অলখ পান্ডে সানির সিঙ্গাড়ার দোকানে দাঁড়িয়ে কথা বলছেন। আদতে অলখ পাণ্ডের ফিজিক্সওয়ালার টেলিগ্রাম চ্যানেলে বিনামূল্যের স্টাডি মেটেরিয়াল ও ভিডিয়ো ক্লাস দেখেই নিটের প্রস্তুতি নিয়েছিলেন সানি কুমার। একাদশ শ্রেণি থেকেই ফিজিক্সওয়ালার অনলাইন কোচিং প্ল্যাটফর্ম থেকে পড়াশোনা করতে শুরু করেন। প্রতিদিন বিকেল ৪টে থেকে ৯ টা পর্যন্ত তার সিঙ্গারার স্টলে বসে নয়ডার সেক্টর ১ এলাকায়। এই দোকানের কাজ সেরে নিজের জন্য যেটুকু সময় পেতেন, তখনই পড়াশুনা করতেন সানি। চিকিৎসাশাস্ত্রের প্রতি আগ্রহের কারণে এই পেশাকেই নিজের স্বপ্ন বানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, অলখ পাণ্ডে সানির হাতি ৬ লক্ষ টাকার স্কলারশিপ চেক তুলে দিয়েছেন তার ডাক্তারি পড়ার সুযোগ সুবিধার জন্য। এছাড়াও ডাক্তারির পড়াশুনার সমস্ত খরচ বহন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ, সানি আমাদের গর্ব। যেসব ছেলেমেয়েরা অভাবের কারণে স্বপ্ন দেখা অকালে ছেড়ে দেয়, তাদের কাছেই আদর্শ হয়ে উঠবে সানি। তারা নিজেদের স্বপ্ন সফল করতে উৎসাহিত হবে।