সূবর্ণরেখা নদী: ভারতবর্ষের সেই নদী যেখানে সত্যিকারের সোনা ভাসে

‘নদীর জলে সোনা’ কথাটা কেমন একটা রূপকথার মতো শোনায়। কিন্তু জানেন কী? এমন সোনার এক নদী রয়েছ আমাদের ভারতবর্ষে। যেখানে নদীর জলে সত্যিকারের সোনা ভাসে। স্থানীয়রা নদীর পাড় থেকে সোনা কুড়িয়ে নেয়। জানা গেছে, মাসে এক একজন অন্তত ৬০ থেকে ৮০ টি সোনার টুকরো খুঁজে পায়।

এই নদীর নাম হল সূবর্ণরেখা নদী। ঝাড়খণ্ডের অঞ্চল দিয়ে বয়ে চলে এই নদী। এমনকি পশ্চিমবঙ্গের ওড়িশা থেকেও প্রবাহিত হয় এটি। নদীটির উৎপত্তি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ১৫ কিমি দূরে নাগড়ি গ্রামের রানি চুয়া থেকে। সেখান থেকে সুবর্ণরেখা ওড়িশায় ঢোকে, পশ্চিমবঙ্গ দিয়ে বয়ে বালেশ্বরে বঙ্গোপসাগরে গিয়ে মেশে। দেখা গেছে সূবর্ণরেখা নদীর জলে ভাসে সোনা।

তবে কেন এই নদীতে সোনা পাওয়া যায়, তার কোন সদুত্তর দিতে পারেনা কেউ। বর্ষা ছাড়া আর বাকি বছরই সোনা ছাঁচার কাজ চলে এই নদীতে। ছোট মাঝারি নানা সাইজের টুকরো খুঁজে পায় কর্মীরা। স্থানীয়রাও নদীর চড় থেকে সোনা সংগ্রহ করে। তবে এই সোনা পাওয়ার কারণ নিয়ে নানা মতভেদ রয়েছে লোকমুখে। অনেকের মতে, নদীর উৎপত্তিস্থলের কাছে প্রথম সোনা খনন করা হয়েছিল, তার জলের সাথে ভাসে সোনা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...