ঝুম শস্য কেটে বাবা-মায়ের লড়াইকে কুর্নিশ জানালেন সন্তানরা

দারিদ্র নিত্য সঙ্গী। তবু স্বপ্ন দেখতে ভালোবাসেন ওঁরা। নিজেদের অধরা স্বপ্নকে বাস্তব করতে চান সন্তানের মধ্যে দিয়ে। বাধা বিপত্তি, হাজার এক প্রতিবন্ধকতার সঙ্গে যুঝতে থাকেন, যাতে সন্তানের স্বপ্ন নিভে না যায়। ওঁদের সেই লড়াইকে স্বীকৃতি জানালেন ওঁদের সন্তানেরা।

ঝুম চাষ করে জীবিকা অর্জন করেন, বাংলাদেশের চট্টগ্রামে বান্দারবন উপজেলার  মানুষরা। চিম্বুক পাহাড়ে ঝুমের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল এলাকার পড়ুয়ারা।

তাঁদের বাবা-মা পরিবাবেরর মূল সংস্থান ঝুম চাষ। ঝুমের ফসল বিক্রি করে দিন গুজরান হয়। ঝুম চাষে অমানসিক পরিশ্রম করতে হয়, তাই তা থেকে দূরেই রাখেন সন্তানদের।

চিম্বুক পাহাড়ের এই মানুষরা প্রজন্মের পর প্রজন্ম জুম চাষ করেই বেঁচে থাকেন। সন্তানরা শিক্ষিত হয়েছে। সামাজিক ভাবে প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু তবু তারা শিকড় থেকে সরে যায়নি। বাঁচিয়ে রাখতে চায় পূর্ব-পুরুষের পেশা। সেই বার্তা দিয়ে  বাবা-মায়ের লড়াইতে এভাবেই সামিল হলেন।  

 প্রসঙ্গত, ঝুম চাষ পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষি পদ্ধতি। যার অর্থ স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা। পাহাড়ের ঢালু জমিতে জঙ্গল কেটে, পুড়িয়ে সেই স্থানে চাষ করা হয়। সেই জমির উর্বরতা কমে গেলে তখন আবার অন্যত্র গিয়ে চাষ করেন  ‘ঝুম’ চাষিরা।   

বাংলা দেশের পার্বত্য চট্টগ্রামে ৯০ শতাংশ মানুষই ঝুম চাষ করে জীবনধারণ করেন।

ভারতে দাক্ষিণাত্যের কিছু অঞ্চলে ঝুম চাষ প্রচলিত আছে। চাকমা প্রজাতির মধ্যে বেশি দেখা যায়।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...