দেশে নার্সিং পেশাকে বাঁচিয়ে রাখতে ভারতীয় নার্সিং কাউন্সিল বা আইএনসি একটি নতুন সিদ্ধান্ত নিতে চলেছে | বিজ্ঞান শাখা ছাড়াও এবার থেকে কলা ও বানিজ্য শাখার ছাত্রছাত্রীরাও নাসিং-এ স্নাতক কোর্সে ভর্তি হতে পারবে| এই মর্মে আইএনসি একটি খসড়া তৈরি করেছে যাতে অদূর ভবিষ্যতে আর্টস ও কমার্স স্ট্রিমের শিক্ষার্থীদের বিএসসি নার্সিং কোর্স করার অনুমতি মিলবে | আইএনসি এবিষয়ে দেশের সমস্ত নার্সিং কোর্সের সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা এবং নিবন্ধিত নার্সদের থেকে বিশেষজ্ঞ পরামর্শ চেয়েছে।আইএনসি নির্মিত খসড়াটিতে বলা হয়েছে যে , নার্সিং পড়তে গেলে আর্টস ও কমার্স শাখার ছাত্রছাত্রীদের একটি প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে | দ্বাদশ শ্রেনীর পরীক্ষায় যারা ৪৫ শতাংশের বেশি নম্বর পাবে তারাই এই কোর্সে ভর্তির আবেদন জানতে পারবে | এর আগে শুধু মাত্র বিজ্ঞান শাখার পড়ুয়ারাই ৪ বছরের এই প্রোফেশনাল কোর্সটিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায় বসতে পারত | ২০২১ সাল থেকে জিএনএম (জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি) ডিপ্লোমা কোর্সটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় নার্সিং কাউন্সিল| জিএনএম কোর্সটি সমস্ত শাখার ছাত্রছাত্রীরাই পড়তে পারত | জিএনএম কোর্স বন্ধ করে দেওয়ার ফলে কলা ও বানিজ্য শাখার ছাত্রছাত্রীদের নাসিং পেশায় আসার সুযোগ বন্ধ হয়ে যাবে | সেই কথা চিন্তা করেই আইএনসি নার্সিংএর বিএসসি কোর্সে ভর্তির ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চাইছে | এরফলে বাকি দুই শাখা থেকেও ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এই পেশাদার কোর্সের রাস্তা খোলা রাখতে চাইছে বলে মনে করছেন নাসিং কলেজের অধ্যক্ষরা |