কলাপাতা থেকে বিদ্যুৎ তৈরী করে সারা বিশ্বকে চমকে দিয়েছিল এক ছাত্র| ভাগলপুরের দশম শ্রেনীর ওই ছাত্রের নাম গোপাল| ছোট্ট ছাত্রের এতবড় আবিষ্কারের কথা এখন দেশ পার করে বিদেশ পর্যন্ত ছড়িয়ে গেছে| সোশ্যাল মিডিয়াতেও রীতিমত ভাইরাল এই ছাত্র|
জানা গেছে, ফেলে দেওয়া কলাপাতা কিংবা কলা গাছের কান্ড যেটিকে চলতি কথায় আমরা থোড় বলে থাকি, তা থেকে অনায়াসেই বিদ্যুৎ তৈরী করছে গোপাল| আর সেই বিদ্যুৎ দিয়ে জ্বলছে আলোও| জানা গেছে, এই আবিষ্কারের ফলে তাকে নাসায় ডাকা হয়েছে| তবে দেশের জন্য কাজ করতে চায় গোপাল| ভাগলপুরের এক প্রত্যন্ত গ্রামের ছেলে গোপাল| তার বাবা পেশায় একজন কৃষক| পরিবারে তার সঙ্গে থাকে তার আরও চার ভাইবোন| প্রথম থেকেই সরকারী স্কুলে পড়াশোনা করে গোপাল| দশম শ্রেণীতে পড়ার সময় তার এই আবিষ্কার তাকে বেশ পরিচিত একটি মুখ করে তোলে| শুধু একজন গবেষক হিসেবে নয়, বিভিন্ন জায়গায় উত্সাহমূলক বক্তৃতা দেওয়ার কারণে বেশ জনপ্রিয় গোপাল| দশম শ্রেণীতে পড়ার সময়েই ‘ইন্সপায়ার অ্যাওয়ার্ড’ পায় সে| এরপর ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর সাথে মুখোমুখী সাক্ষাতের সুযোগ হয় গোপালের| ৫ থেকে ১০ মিনিট কথা বলার সুযোগ হয়| এরপরে তার ডাক পড়ে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন-এর তরফ থেকে| সেখানে বেশ কিছুদিন কাজের সুত্রে কয়েকটি আবিষ্কারে হাতও লাগায় সে|
সেই গোপাল এখন বি.টেক–এর ছাত্র| পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান-বিষয়ক বক্তৃতা দেওয়ার কাজও পুরোদমে চলছে| জানা গেছে, এইসবের মাঝে পড়েও থেমে যায়নি এই ছোট্ট বিজ্ঞানীর আবিষ্কারের কাজ|