বাংলা শিখতে বাংলায় পাড়ি

ওদের মাতৃভাষা জাপানি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাতে গান গেয়ে পালন করল এই ১০ জাপান থেকে আসা ছাত্রছাত্রী। বাংলা ভাষা শিখবে বলে বাংলায় ছুটে এসেছে তারা। দু'সপ্তাহ আগে তারা পৌঁছায় বাংলাতেই বাংলা শেখার টানে। ওরা এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে বাংলা শেখার এক্সচেঞ্জ প্রোগ্রামে। জাপানের টোকিয়ো ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ-এর সঙ্গে একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে জাপানের ছাত্রছাত্রীরা

 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই ' এই গানটি জাপান থেকে আগত ছাত্রছাত্রীরা গেয়ে সম্মান জানাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে। তবে বাংলা শিখতে এসে শুধুমাত্র ব্যাকরণগত জটিলতার ভিতর ছাত্রছাত্রীদের আটকে রাখেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলা ভাষার পাশাপাশি বাংলার জীবনযাপন এর সার্বিক একটা ধারণা যেন ওদের সাথে নিয়ে যেতে পারে তা নিয়েও গুরুত্ব দিয়েছেন বাংলা বিভাগের শিক্ষকগন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ছয় সপ্তাহের জন্য পড়তে এসেছে এই ১০ জন শিক্ষার্থী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলার অধ্যাপক এবং এই কোর্সের কো-অর্ডিনেটর রাজ্যেশ্বর সিনহা জানান এই দশ জন ছাত্রছাত্রীদের ছয় সপ্তাহের জন্য বাংলা ভাষার পাশাপাশি বাংলা ঐতিহ্যের সাথে যাপন করার সুযোগ করে দেবেন তাঁরা। বাংলা গান গাওয়ার সাথে তারা দেখবে মহানায়ক উত্তমকুমারের চলচ্চিত্রও। পড়ার পাশাপাশি গান শেখা, হাতেকলমে বাঙালি রান্না করা এইসবই নাকি রয়েছে এই কোর্সের তালিকাভুক্ত।

ভারতের বিভিন্ন প্রান্তে বাড়ছে জাপানি বিনিয়োগ। অনেক জাপানি সেইসূত্রে কর্মরত এই দেশের নানা প্রান্তে তথা বাংলাতেও। কিন্তু ব্যবসা এবং চাকরি করার ক্ষেত্রে স্থানীয় ভাষা বা ঐতিহ্য সম্পর্কে অজানা থাকা উচিত নয়। কোন দেশে বসবাসের ক্ষেত্রে সে দেশের আদব-কায়দা , খাবার, পোশাক, আচার-আচরণ জানা অত্যন্ত জরুরী- এসব কথা মাথায় রেখেই শিক্ষার্থীদের আঞ্চলিক ভাষায় জ্ঞান আহরণের জন্য এই নীতি গ্রহণ করেছে জাপানের সরকার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...