স্কুল জীবন এখনও শেষ হয়নি| মাত্র ১৭ বছর বয়স| আর তার মধ্যে এক নতুন কীর্তি করে সোশ্যাল মিডিয়ার চোখের মনি হয়েছে এক যুবক| সবে হাই স্কুলের গন্ডি পেরিয়ে ইন্টার্নশিপের জন্য সে গেছিল আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাতে| সেখানে ইন্টার্নশিপের মাঝেই সে গ্রহ শিকারী উপগ্রহের মাধ্যমে খোঁজ পায় অনেকদুরের একটি গ্রহ একটি নয় একসাথে দুটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে| এর আগে বিজ্ঞানীদের কাছে তথ্য ছিল একটি নক্ষত্রকে ঘিরেই ঘুরছে তার গ্রহ| কিন্তু নাসায় কাজ শিখতে আসা দুই পড়ুয়া আবিষ্কার করলো একটি নয় একসাথে দুটি নক্ষত্রকে পাক খাচ্ছে এই গ্রহ|
জানা গেছে, সদ্য আবিষ্কৃত গ্রহটি পৃথিবীর তুলনাতেও প্রায় ৬.৯ গুন বড়| আদতে তা অনেকটা শনিগ্রহের ওজনের কাছাকাছি| বিজ্ঞানীরা এই গ্রহের নাম দিয়েছেন টিওআই ১৩৩৮ সিস্টেম| পৃথিবী থেকে প্রায় ১৩০০ আলোকবর্ষ দুরে থাকা এক নক্ষত্র পুঞ্জের মধ্যেই খোঁজ মেলে এই নতুন গ্রহের| জানা গেছে, সদ্য আবিষ্কৃত গ্রহ তার নক্ষত্রের চারপাশ ঘরে মাত্র ৯৫ দিনে| জানা গেছে, নক্ষত্র দুটি একে অপরের চারপাশে পাক খায় প্রতি ১৫ দিন অন্তর| নাসা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই দ্বিতীয় নক্ষত্রটির ওজন আমাদের সূর্যের থেকে মাত্র ১০ শতাংশ বেশি|
টিওআই ১৩৩৮ সিস্টেম আবিষ্কৃত হয়েছে নাসায় ইন্টার্নশিপ করতে আসা এক ছাত্রের দ্বারা|জানা গেছে, ছাত্রের নাম উলফ কুকিয়ার| গ্রহণ নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করছিল সে| সেই কারণে সব গ্রহের যাত্রাপথ ভালো করে পরীক্ষা করছিল এই ছাত্র| সেই সময়েই সে দেখে টিওআই ১৩৩৮ সিস্টেমে একটি নয় একসাথে দুটি নক্ষত্রকে ঘিরে ঘুরছে একটি গ্রহ| তিনি জানান, প্রথমে এ ঘটনাকে স্টেলার গ্রহণ বলে ধরে নিয়েছিলেন তিনি|