'স্ট্রেইট ফ্রম দ্য হার্ট’

কেরিয়ারের শুরু থেকেই লাইম লাইটে। বিখ্যাত বাবা-মা এর সন্তান বলে নয়, নিজের জন্যই একেবারে নিজের কারনে। বিতর্কে, স্ক্যান্ডালে বারবার খবরের শিরোনামে এই বলিউড অভিনেতা।

সঞ্জয় দত্ত। মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া, হাজার এক নিউজ চ্যানেল সবেতেই চর্চায় তিনি। তাঁর প্রতি নিউজ প্রিন্ট আর নিউজ রিল খরচে কোনদিন কার্পণ্য দেখায়নি মিডিয়া। সারাজীবন ধরে এত বেশি খবরে থেকেছেন যে নিজের বায়োবিক ‘সঞ্জু’তে একটা আস্ত গান ডেডিকেট করেছিলেন ভারতীয় মিডিয়ার জন্য।

কিন্তু এখনও সন্তুষ্ট নন সন্জয়। নিজের জীবনের আলো, অন্ধকার, গলি, রাজপথের গল্প নিজে মুখেই এবার বলবেন। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে এই বছর ২৬ জুলাই সঞ্জয় দত্তের ষাট বছরের জন্মদিনের দিন আনুষ্ঠানিকভাবে সামনে আসতে পারে বইটি। সম্ভাব্য নাম "স্ট্রেইট ফ্রম দ্য হার্ট। হার্পার কলিন্স থেকে প্রকাশিত হতে চলেছে।

এখনই বইটিকে মোস্ট বিগেস্ট, মোস্ট ড্রামাটিক, মোস্ট অনেস্ট স্টার মিরর টু এমার্জ আউট বলিউড’ বলা হচ্ছে। ব্রায়ান অ্যাডমসের বিখ্যাত গানের নামে নিজের আত্মজীবনীর নাম রাখতে চলেছেন।   

 প্রত্যেক দিন ডায়রী লেখার অভ্যাস আছে তাঁর। শুটিং, অভিনয়, সিনেমা রিলিজ, ব্যক্তিগত জীবন সব অভিজ্ঞতাই থাকে ব্যক্তিগত ডায়রির পাতায়। জেলেতেও সঙ্গী ছিল ডায়রি।  প্রায় পঞ্চাশ বছরের অভ্যাস। সেই  সব ছড়ানো-ছেটানো ডায়রিও থেকে উঠে আসবে ঘটনারা। ৮০ থেকে ৯০ দশকের বলিউড উঠে আসবে  বইটিতে। শোনা যাচ্ছে সঞ্জয়কে সাহায্য করছে তাঁর কোনও এক লেখক বন্ধু। যদিও সেই  নাম প্রকাশ্যে আসেনি।

অপরাধ জগতের গলি সড়ক থেকে কারাগারের দিন রাত। বায়োপিক ‘সঞ্জু’র পর আর কী সামনে আসে সে দিকে নজর টিনসেল টাউনের। সঞ্জয় অবশ্য বলেছেন, এ তাঁর নিজেকে খোঁজার কাহিনী।

রাজকুমার হিরানির পরিচালনায় ‘সঞ্জু’ বক্সে অফিসে সাফল্য পেয়েছিল ২৫০ কোটি টাকা। ছবিতে যেভাবে মিডিয়াকে দেখানো হয়েছিল তাতে চটেছিল সব মিডিয়া।

আত্মজীবনীটিও যে বিস্ফোরকে ঠাসা হবে এখন থেকেই তার আন্দাজ রাখছে বলিউড। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...